দুর্নীতিবাজদের পালানো রোধে সীমান্তে নজরদারি বাড়ালো বিজিবি

প্রকাশিতঃ 9:57 pm | August 07, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

সাম্প্রতিক সময়ে দেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয় পরবর্তী পরিস্থিতিতে কতিপয় দুর্নীতিবাজ ও দুষ্কৃতিকারী দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এমতাবস্থায় কেউ যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে, সেজন্য সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়া রোধে +৮৮০১৭৬৯-৬০০৬৮২ এবং +৮৮০১৭৬৯-৬২০৯৫৪ নম্বরে ফোন করে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ফলে ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আইসিপি থেকে ১ জন, যশোরের বেনাপোল আইসিপি থেকে ১ জন এবং চুয়াডাঙ্গার দর্শনা আইসিপি থেকে ২ জনসহ মোট ৪ জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন— রাজশাহী সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মো. রজব আলী ও তার সহযোগী নাজমুল হোসেন, রাজশাহী সিটি করপোরেশনের হিসাব রক্ষণ কর্মকর্তা নিজামুল হুদা এবং ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা গ্রামের সুনীল হালদারের ছেলে সজীব হালদার।

কালের আলো/ডিএইচ/কেএ