বিজ্ঞাপন কিংবা প্রচারণায় প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার নিষেধ

প্রকাশিতঃ 9:43 pm | August 09, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিজ্ঞাপন বা অন্য কোনো প্রচারণায় প্রধান উপদেষ্টার ছবি ব্যবহারে বিধিনিষেধ দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

শনিবার (৯ আগস্ট) এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়, পত্রিকাসহ বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন বা অন্য কোনো প্রচারণায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি ব্যবহার নিষিদ্ধ করা হলো।

গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেল বিজয়ী বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

কালের আলো/ডিএইচ/কেএ