ধুলাবালি থেকে বাঁচতে ‘আকাঙ্খা ফাউন্ডেশন’র মাস্ক বিতরণ
প্রকাশিতঃ 8:55 pm | February 19, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ধুলাবালি থেকে বাঁচতে মাস্ক ব্যবহারের সচেতনতা সৃষ্টি করতে ঢাকা ধানমন্ডি ও নিউমার্কেট এলাকায় জনসাধারণের মাঝে মাস্ক বিরতরণ করেছে আকাঙ্খা ফাইন্ডেশন নামে স্বেচ্ছাসেবী সংগঠন।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডি সাইন্সল্যাব এবং নিউমার্কেট এলাকায় সংগঠনটির ঢাকা জেলা শাখার পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
রিক্সাচালক, শ্রমজীবী, ফুটপাতের দোকানদার, ট্রাফিক পুলিশ এবং সাধারণ পথচারীদের মাস্ক বিতরণের পাশাপাশি এসময় স্বেচ্ছাসেবীরা সচেতনতামূলক বানী প্রচার করেন।

সচেতনতামূলক মাস্ক বিতরণ ক্যাম্পেইনেআকাক্ষা ফাউন্ডেশনের ঢাকা জেলা শাখার যুগ্ম-সাধারন সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোহসীন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইব্রাহিম আহমেদ তাসিন, দপ্তর সম্পাদক ফারহান আহমেদ নাঈম সহ সক্রিয় সদস্য মেহেদী হাসান, আমিনুল ইসলাম তুহিন, নাঈম আলম, মাঈনুল ইসলাম এবং মোক্তার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
কালের আলো/এএএইচ/এমএইচএ