নুর-রাশেদের সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক
প্রকাশিতঃ 11:59 pm | August 11, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১১ আগস্ট) মতবিনিময় সভায় দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দুই দলের নেতাকর্মীরা।
জানা গেছে, বৈঠকে দেশের বিরাজমান পরিস্থিতির ওপর আলোচনা করে দেশে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার ব্যাপারে সবাই জোর দেন। সভায় দেশের কোথাও কোনো দুষ্কৃতকারী যেন পরিস্থিতি ঘোলাটে করতে না পারে সে ব্যাপারে দেশবাসী সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় আরও বলা হয়, ছাত্র-জনতার গণবিপ্লবকে ব্যর্থ করার জন্য একটি কুচক্রী মহল নানাভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশের কোথাও কোথাও দুষ্কৃতকারীরা ঘটনা ঘটিয়ে তা রাজনৈতিক দলের ওপর চাপানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে দেশবাসী সবাইকে সতর্ক থাকতে হবে। কেউ যেন আইন হাতে তুলে না নেয়, সে ব্যাপারে জনগণকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
এ ছাড়া সভায় গণহত্যা ও নৈরাজ্যের সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা করার জন্য মতবিনিময় সভায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক এমপি হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন প্রমুখ।
অন্যদিকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর ও সাধারণ সম্পাদক রাশেদ খান প্রমুখ।
কালের আলো/এমএএইচ/ইউএইচ