ইন্টারনেট বন্ধের বিষয়ে আজ রিপোর্ট পাওয়া যাবে

প্রকাশিতঃ 12:40 pm | August 12, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের বিষয়ে আজকে রিপোর্ট পাওয়া যাবে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

১৬ জুলাই দেশব্যাপী সহিংসতা এবং ছয়জনের মৃত্যুর পর কারফিউর আগেই ১৭ জুলাই মধ্যরাত থেকে ফোর-জি নেটওয়ার্ক বন্ধ করায় দেশের মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়।

এরপর দফায় দফায় বন্ধ রাখা হয় ব্রডব্যান্ড ও মোবাইলের ফোনের ইন্টারনেট সেবা।

সোমবার (১২ আগস্ট) সকালে আগারগাঁও তথ্য প্রযুক্তি বিভাগে অফিস করতে গিয়ে তিনি এ কথা জানান।

তিনি বরেন, ছাত্র আন্দোলনের পক্ষ নেওয়ায় টেন মিনিট স্কুলসহ স্টার্টআপ কোম্পানিগুলোতে বিনিয়োগ বিবেচনা করা হবে।

কালের আলো/ডিএইচ/কেএ