রমনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রড মিস্ত্রির মৃত্যু
প্রকাশিতঃ 6:43 pm | August 14, 2024
ঢামেক প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর রমনা থানার সিদ্ধেশ্বরী এলাকায় একটি নির্মাণাধীন ভবনের নিচ তলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল করিম (২৭) নামে এক রড মিস্ত্রির মৃত্যু হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) বিকাল ৫টায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা ইন্তাজ আলী বলেন, আমিও আমার ছেলে নির্মাণাধীন ভবনের নিচতলায় রডের কাজ করছিলাম। ওই ভবনের নিচতলা দিয়ে বিদ্যুতের লাইনের সাথে রডের স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় আমার ছেলে। পরে আমরা সবাই মিলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, আমরা নির্মাণাধীন ওই ভবনেই থাকতাম। আমাদের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী এলাকায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি রমনা থানা পুলিশকে জানিয়েছি।
কালের আলো/ডিএইচ/কেএ