আন্তর্জাতিক মিডিয়ায় ওয়াহিদ ম্যানশনের অগ্নিকান্ডের খবর

প্রকাশিতঃ 9:47 am | February 21, 2019

কালের আলো ডেস্ক:

রাজধানীর চকবাজারের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের ভবনগুলোতে লাগা ভয়াবহ অগ্নিকান্ডের খবর বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

বৃহস্পতিবার(২১ ফেব্রুয়ারি) সকালেই আল-জাজিরা, বিবিসি নিউজ, টাইমস অব ইন্ডিয়া, সিবিসি নিউজ বহু আন্তর্জাতিক মাধ্যমে গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়।

মধ্যপ্রাচ্যের প্রভাবশালী গণমাধ্যম আল-জাজিরায় চকবাজারের অগ্নিকাণ্ডের খবরটি প্রধান প্রতিবেদন হিসেবে দেখা যায়।

আল-জাজিরার খবরে নিহতের সংখ্যা ৪৫ উল্লেখ করা হয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে উল্লেখ করে বলা হয়েছে, সরু রাস্তার কারণে উদ্ধারকারী দলের গাড়ি প্রবেশ বাধাগ্রস্থ হওয়ায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

টাইস অব ইন্ডিয়ার খবরে মৃতের সংখ্যঅ ৫৬ উল্লেখ করা হয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সরু রাস্তার কারণে ক্ষয়ক্ষতি বেড়েছে বলে তারাও প্রতিবেদনে উল্লেখ করেছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানীর ঢাকার শতবর্ষের পুরনো ভবনে আগুন লেগে অন্তত ৫৬জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রায় ৩০০ বছর আগে মোঘল আমল থেকে চকবাজারে ব্যবসায় শুরু হয় উল্লেখ করে বলা হয়েছে, একটি চারতলা ভবনে লাগা আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে।

বিবিসির খবরে মৃতের সংখ্যা ৬০ জন উল্লেখ করে বলা হয়েছে, রাসায়নিক গুদামে আগুন লাগায় এ ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার পর স্থানীয় সড়কে প্রচুর জ্যাম থাকায় উদ্ধারকার দ্রুত করা সম্ভব হয়নি। এতে হতাহতের পরিমাণ বেড়েছে।

কালের আলো/এমএইচএ