আন্দোলনে নিহতদের জন্য রাজারবাগ কেন্দ্রীয় মসজিদে দোয়া
প্রকাশিতঃ 5:15 pm | August 16, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা ও পুলিশসহ নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) বাদ জুমা রাজারবাগে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে দেশের উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি এবং দেশবাসীর সার্বিক কল্যাণ কামনা করা হয়। সঙ্গে সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা ও পুলিশসহ নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
দোয়া মাহফিলে উপন্থিতি ছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।
এছাড়া পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পুলিশ সদস্যরা এবং বিপুলসংখ্যক মুসল্লি এ দোয়া মাহফিলে শরিক হন।
কালের আলো/ডিএইচ/কেএ