সাবেক জ্যেষ্ঠ সচিব শাহ কামালের বাসায় মিলল তিন কোটি টাকা

প্রকাশিতঃ 9:19 pm | August 16, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব শাহ কামালের দুটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তিন কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ। যেখানে বিদেশি মুদ্রাও ছিল। রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বিষয়টি নিশ্চিত করেছে।

ডিএমপি জানায়, গোপন সূত্রের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাড়িতে শুক্রবার সন্ধ্যায় অভিযান চালানো হয়। সেখান থেকে বাংলাদেশি মুদ্রার পাশাপাশি বিভিন্ন দেশের মুদ্রাও উদ্ধার করা হয়েছে।

ডিএমপি সূত্র বলছে, বাবর রোডের এফ ব্লকের বাড়িটির দুটি ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

শাহ কামাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব থাকাকালে তার বিরুদ্ধে বদলি, কেনাকাটা, উন্নয়ন কাজসহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ ছিল। তিনি ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ওই মন্ত্রণালয়ের সচিব এবং ২০১৯-২০২০ সাল পর্যন্ত জ্যেষ্ঠ সচিব হিসেবে ছিলেন।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া টাকার মধ্যে বাংলাদেশি তিন কোটি এক লাখ ১০ হাজার ১৬৬ টাকা, ৭৪ হাজার ৪০০ টাকার প্রাইজবন্ড এবং তিন হাজার ইউএস ডলার, এক হাজার ৩২০ মালয়েশিয়ান রিঙ্গিত, দুই হাজার ৯৬৯ সৌদি রিয়াল, চার হাজার ১১২ সিংগাপুর ডলার, এক হাজার ৯১৫ অস্ট্রেলিয়ান ডলার, ৩৫ হাজার কোরিয়ান ওন ও ১৯৯ চাইনিজ ওন রয়েছে।

অভিযানের সময় ওই এলাকায় উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তারা জানান, মোহাম্মদপুরের ওই বাসাটি ছয় তলা। বাসার দ্বিতীয় তলায় একজন সাবেক সচিব থাকেন পরিবার নিয়ে।

পরে স্থানীয়রা জানতে পারেন বাসাটিতে বিপুল পরিমাণ টাকা লুকিয়ে রাখা হয়েছে। এরপর স্থানীয় জনতা ওই ভবনটি ঘিরে ফেলে। ভবন ঘিরে তারা এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের খবর দেন। স্থানীয় জনতা থেকে খবর পেয়ে বাসাটিতে ডিএমপির একাধিক টিম যায়। পরে ডিএমপির অভিযানে বাসাটি থেকে বিপুল পরিমাণে দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়।

কালের আলো/ডিএইচ/কেএ