খালেদা জিয়ার সঙ্গে নুর-রাশেদের সাক্ষাৎ

প্রকাশিতঃ 9:44 am | August 17, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

শুক্রবার (১৬ আগস্ট) রাত ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাবেক এই প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করেন তারা।

জানা যায়, খালেদা জিয়া এই দুই তরুণ নেতার ভূয়সী প্রশংসা করেন। আগামীর রাষ্ট্র পরিচালনায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

রাশেদ খান বলেন, আন্দোলন-সংগ্রামে গণঅধিকার পরিষদের ভূমিকা ও সাহসিকতায় প্রশংসা করেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদ জিয়া।

এ সময় নিজের শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া।

কালের আলো/ডিএইচ/কেএ