বিএনপির হাফিজ ও ডা. জাহিদকে ড্যাবের অভিনন্দন

প্রকাশিতঃ 7:30 pm | August 17, 2024

জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এ. জেড. এম জাহিদ হোসেনকে নির্বাচিত করায় অভিনন্দন জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় শাখা ড্যাব।

শনিবার (১৭ আগস্ট) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিএসএমএমইউ শাখার সভাপতি ডা. এরফানুল হক সিদ্দিকী ও সম্মানিত সাধারণ সম্পাদক ডা. শেখ ফরহাদ এক অভিনন্দন বার্তা দিয়েছেন।

নেতৃদ্বয় এক যৌথ বিবৃতিতে, বিএনপির হাইকমান্ডে দুজন পরীক্ষিত ও অভিজ্ঞ নেতাকে নির্বাচিত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তারা বলেন, দেশের এই সংকটকালে দায়িত্বপ্রাপ্ত নেতৃদ্বয় সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। জাতীয়তাবাদী আদর্শকে বুকে ধারণ করে, বাংলাদেশি জাতীয়তাবাদের ঝান্ডা উড়িয়ে সততা, সংযম, নির্ভীকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে আল্লাহ আপনাদের সহায় হোক। আমিন।

এর আগে শুক্রবার বিএনপির পক্ষ থেকে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং ডা. এজেডএম জাহিদ হোসেনকে নির্বাচিত করার কথা জানানো হয়।

রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কালের আলো/ডিএইচ/কেএ