আন্দোলনে আহতদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

প্রকাশিতঃ 11:40 am | August 21, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আন্দোলনে আহতদের পাশে সবাইকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘আমরা যে যেভাবে পারি তাদের যেন সহায়তা করি।’ বুধবার (২১ আগস্ট) সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরের হাসপাতালে ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘পিলখানা হাসপাতালে চিকিৎসাধীন আহতরা ভালো অবস্থায় আছেন। তাদের স্বজনদের থাকা খাওয়ার ও ব্যবস্থা করেছে বিজিবি কর্তৃপক্ষ। শিক্ষার্থীসহ এখানে ২২-২৩ জন চিকিৎসা নিচ্ছেন।’ আহত আরও যে কজনকে এখানে নিয়ে এসে চিকিৎসা দেওয়া যায় সে ব্যবস্থাও করবেন বলে জানিয়েছেন বিজেবির মহাপরিচালক।

এখানকার পরিবেশ যেমন সুন্দর, চিকিৎসাও উন্নত উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘এখানে যে চিকিৎসকরা আছেন, তারাও খুবই নামিদামি। তারা খুব ভালোভাবে আহতদের দেখভাল করছেন।’

আহতদের দেখতে হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানিয়ে লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আহতরা যেন নতুন করে ইনফেকশনের শিকার না হন।’

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা বুধবার সকালে বিজিবি সদর দফতরের হাসপাতালে যান। এসময় তিনি সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনে আহত চিকিৎসাধীন বিজিবি সদস্য ও আহতদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন। পরে উপদেষ্টা আহতদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য বিজিবি মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা প্রদান করেন।

বিজিবি জানিয়েছে, সাম্প্রতিক ঘটনায় সারা দেশে তিন বিজিবি সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছে হয়েছে আরও ১৩০ জন। এদের মধ্যে দুজন র‌্যাবে কর্মরত ছিলেন। গুরুতর আহত ১৫ জনকে বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে এবং বর্তমানে ৪ জন বিজিবি সদস্য চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়াও আন্দোলনে আহত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের শিক্ষার্থীসহ অন্যান্য স্থান থেকে আগত ১৯ জন শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ বর্ডার গার্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে ৩ জন শিক্ষার্থীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টার পরিদর্শনকালীন সময়ে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ বিজিবি সদর দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএইচ/কেএ