মানবিক বিপর্যয়ে দুর্গতদের পাশে নৌবাহিনী; বিশেষায়িত বোটে পানিবন্দিদের সরিয়ে নিচ্ছে নিরাপদ আশ্রয়ে
প্রকাশিতঃ 12:22 am | August 24, 2024
বিশেষ সংবাদদাতা, কালের আলো:
স্মরণকালের ভয়াবহ বন্যার সঙ্গে লড়াই করছে দেশ। পানিতে নিমজ্জিত দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুরসহ ১১ জেলা। পানিবন্দী মানুষের হাহাকারে ভারী হয়ে উঠেছে পুরো দেশ। যতই সময় গড়াচ্ছে, বেঁচে থাকার শেষ আশ্রয়টুকুও বিলীন হওয়ার উপক্রম যেন! এরই মধ্যে ডুবে গেছে বাড়িঘর ও স্থাপনা। বাড়িতে পানি উঠে যাওয়ায় ছাদে আশ্রয় নিচ্ছেন বহু দুর্গত মানুষ। এই মানবিক বিপর্যয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। রাত-দিন নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষায়িত কন্টিনজেন্ট।
বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এর প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সার্বক্ষণিক তদারকিতে মোতায়েনকৃত কন্টিনজেন্টের সদস্যরা পানিবন্দি অসহায় ও বিপদগ্রস্ত মানুষকে বিশেষায়িত বোটের মাধ্যমে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে নিরলসভাবে কাজ করে চলছে। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বয়োবৃদ্ধ, নারী ও শিশুদের জীবন রক্ষায়। পাশাপাশি এসব মানুষের দিকে তাঁরা বাড়িয়ে দিয়েছে সহানুভূতি ও সহমর্মিতার হাত।
শুধু তাই নয়, প্লাবিত এলাকাসমূহে জানমালের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়ন রয়েছে নৌবাহিনীর ডুবুরি দল। এছাড়াও নৌবাহিনী চিকিৎসক দল পানিবন্দি এলাকাগুলোতে জরুরি চিকিৎসা সহায়তায় বিশেষ মেডিকেল টিম, জীবন রক্ষাকারী ওষুধ, স্যালাইন ও বিনামূল্যে চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছে।
দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার সুমহান দায়িত্ব পালনের পাশাপাশি চলমান দুর্যোগেও নিজেদের ওপর অর্পিত দায়িত্ব সুশৃঙ্খল ও সুচারুরূপে পালন করে চলেছে গৌরবদীপ্ত এই বাহিনীটির সদস্যরা। বন্যার্তদের বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে দুর্গত এলাকাসমূহে ইতোমধ্যে আরও ৭ হাজার লিটার জীবন রক্ষাকারী বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করছে বাংলাদেশ নৌবাহিনী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে বন্যা দুর্গত এলাকায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ নৌবাহিনী খুলনা ও ঢাকা নৌঅঞ্চল থেকে উদ্ধার কার্যক্রমে যোগ করেছে বিশেষায়িত স্পিড বোট ও অন্যান্য উদ্ধার সরঞ্জামাদি। চট্টগ্রাম নৌ অঞ্চল থেকে উদ্ধারকারী দলের সঙ্গে নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপন করতে যোগাযোগ সরঞ্জাম, ওয়াকি-টকি নিয়ে উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন নৌবাহিনীর আরেকটি দল।
একই সূত্র জানায়, বানভাসীদের সাহায্যের জন্য বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে উদাত্ত আহবান জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ। নৌবাহিনী যে কোন রকমের সহযোগিতা (অর্থ, খাদ্য, চিকিৎসা) সংগ্রহ করে বন্যার্তদের নিকট পৌঁছে দেয়ার ব্যবস্থা করছে। বন্যার্তদের নিকট খাদ্য সামগ্রী প্রেরণের জন্য যানবাহন সহায়তা দিতেও প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী। সার্বিকভাবে দেশের এই বিশেষ দুর্যোগকালীন সময়ে নৌবাহিনী সর্বাত্মক চেষ্টায় ক্ষতিগ্রস্ত জনগণের কষ্ট ও দুর্ভোগ লাঘবের মাধ্যমে প্রকৃত অর্থেই দেশের জনগণের আশা- আকাঙ্খার মূর্ত প্রতীক হিসেবে নিজেদের মেলে ধরতে অহর্নিশ কাজ করে চলেছেন। পরিচয় দিয়েছেন নিজেদের মানবিক ও মনুষ্যত্ববোধের।
কালের আলো/এমএএএমকে