বন্যায় বিপর্যস্ত জনপদে নৌবাহিনীর দিন-রাত একাকার কর্মযজ্ঞ
প্রকাশিতঃ 9:04 pm | August 24, 2024
বিশেষ সংবাদদাতা, কালের আলো:
যতদূর দৃষ্টি যায় শুধু পানি আর পানি। তলিয়ে গেছে বাড়িঘর। বানের পানিতে ভেসে গেছে গৃহপালিত পশু ও আসবাবপত্র। নারী-শিশুসহ পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ আশ্রয়ের চেষ্টা আর আর্তনাদ বানভাসিদের। জীবন রক্ষায় তাদের হাহাকারে হৃদয়বিদারক এক পরিস্থতি। ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও একটানা ভারী বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, খাগড়াছড়িসহ ভারত সীমান্তবর্তী জেলাগুলোর বিস্তীর্ণ এলাকায়। আকস্মিক বন্যায় দেশের ১১টি জেলায় ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন পর্যন্ত ৭ জেলায় ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
তবে আশার কথা হচ্ছে কঠিন এই পরিস্থিতি মোকাবিলায় সীমাহীন দুঃখ-কষ্টে দিনাতিপাত করা অসহায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। গত কয়েকদিন যাবত উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে তাঁরা। নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান সার্বক্ষণিক পুরো কার্যক্রম মনিটরিং করছেন। দিচ্ছেন প্রয়োজনীয় দিকনির্দেশনা। নৌবাহিনীর বহুমাত্রিক কার্যক্রমে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে ভাগ্যবিড়ম্বিত এসব মানুষের জীবনে।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গত বুধবার (২১ আগস্ট) থেকে বন্যা কবলিত ফেনী এলাকায় উদ্ধার ও চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করে নৌবাহিনী। নৌ কন্টিনজেন্টগুলোর মাধ্যমে এ পর্যন্ত কয়েক হাজার মানুষকে উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় উদ্ধার সামগ্রী, বোট, লাইফ জ্যাকেট ও ডুবুরিসহ দুই শতাধিক নৌ সদস্য উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। বন্যা কবলিত এলাকা থেকে পানিবন্দি মানুষকে উদ্ধার করে ফেনী পলিটেকনিক্যাল ইন্সটিটিউটসহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে নিয়ে আসছে নৌ সদস্যরা। এছাড়াও খুলনার বন্যা কবলিত পাইকগাছা এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর পৃথক কন্টিনজেন্ট নিয়োজিত রয়েছে। ইতোমধ্যে নৌবাহিনীর আরও একটি কন্টিনজেন্ট চট্টগ্রামের মিরসরাই-এ উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় অংশগ্রহণ করেছে।
আইএসপিআর জানায়, বাংলাদেশ নৌবাহিনী বন্যা দুর্গত মানুষদের উদ্ধার করে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিচ্ছে। আশ্রয় কেন্দ্রগুলোতে শুকনো খাবার সরবরাহের পাশাপাশি প্রতিবেলায় রান্না করা খাবার সরবরাহ করছে। সেই সঙ্গে প্রত্যেক এলাকায় মেডিকেল টিম চিকিৎসা সেবা প্রদান করছে। আশ্রয় কেন্দ্রগুলোতেই শুধু নয় যেসকল পানিবন্দি বাড়িঘরসমূহে মানুষ আশ্রয় নিয়েছে সেখানেও শুকনো খাবার (চিড়া, মুড়ি, বিস্কুট ও ব্রেড), রান্না করা খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট , ওষুধ এবং খাবার স্যালাইনসহ নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।
উদ্ধার অভিযান পরিচলনাকালে বয়স্ক, অসুস্থ ও গর্ভবতী নারী জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বন্যা কবলিত এলাকার গবাদিপশু ও অতিপ্রয়োজনীয় সামগ্রীসমূহ নিরাপদ স্থানে স্থানান্তর করা হচ্ছে। ইতোমধ্যে বন্যার্তদের সহায়তায় নৌ সদস্যদের ১ দিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেয়া হয়েছে। এছাড়াও বন্যার্তদের সহায়তায় নৌ সদস্যরা বস্ত্র সামগ্রী, রেশন ও নগদ অর্থ প্রদান করছে। বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই উদ্ধার কার্যক্রম, চিকিৎসা সেবা ও ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।
কালের আলো/এমএএএমকে