মাউশির মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বে রেজাউল করীম
প্রকাশিতঃ 5:44 pm | August 25, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের (মাউশি) পদ শূন্য থাকায় এই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) পদে কর্মরত এ বি এম রেজাউল করীম।
রোববার (২৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত ওই অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) পদে কর্মরত এ বি এম রেজাউল করীমকে ট্রেজারি ও সাবসিডিয়ারী আইনের ভলিউম-১, বিধি ৬৬ মোতাবেক অধিদপ্তরের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্বসহ আর্থিক ক্ষমতা (আয়ন-ব্যয়ন ক্ষমতা) নির্দেশক্রমে প্রদান করা হলো।
২১ আগস্ট ডিজির পদ থেকে পদত্যাগ করেন নেহাল আহমেদ।
এর আগে ১৩ এপ্রিল তার স্বাভাবিক নিয়োগের মেয়াদ শেষে তিনি এক বছরের জন্য চুক্তিতে দায়িত্ব পালন করে আসছিলেন।
কালের আলো/ডিএইচ/কেএ