ডা. জাহিদ ও ওয়াহাব আকন্দ নির্বাচিত হওয়ায় ত্রিশালে বিএনপি’র শুভেচ্ছা মিছিল
প্রকাশিতঃ 5:48 pm | August 25, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বিএনপির স্থায়ী কমিটিতে ডা. এজেডএম জাহিদ হোসেনকে সদস্য এবং মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদকে জাতীয় নির্বাহী কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় শুভেচ্ছা মিছিল করেছে ত্রিশাল উপজেলা বিএনপি ও সব অঙ্গ সংগঠন। এ সময় তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
রোববার (২৫ আগস্ট) দুপুরে ত্রিশাল শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে এ শুভেচ্ছা মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।
শুভেচ্ছা মিছিলে উপস্থিত ছিলেন তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন সরকার, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাব্বির আহমেদ রনি, স্বেচ্ছাসেবকদল উপজেলা আহ্বায়ক মো. মোশারফ হোসেন, কৃষকদল উপজেলা সদস্য সচিব মো. ইউসুফ আলী, পৌর স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক মো. সেলিম পারভেজ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মো. আজাহারুল ইসলাম, উপজেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আজিজুল হক ও সদস্য সচিব এনামুল হক, সরকারি নজরুল কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. শিহাব উদ্দিন, পৌর ছাত্রদলের শাহ্ মহিউজ্জামান লাদিত, উপজেলা যুবদল নেতা মশিউর রহমান সুমন ও পৌর যুবদলের সাখাওয়াত হোসেন।
কালের আলো/ডিএইচ/কেএ