বিপ্লবীদের দিয়ে অন্তর্বর্তী সরকার পরিচালনার আহ্বান হাফিজের
প্রকাশিতঃ 6:24 pm | August 25, 2024
জ্যেষ্ঠ প্রতিবেদক, কালের আলো:
শুধু বুদ্ধিজীবী আর এনজিও কর্মী নয়, বিপ্লবীদের দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, শেখ হাসিনা সরকারকে মদদ দিয়েছিল যে উপদেষ্টা পরিষদ, প্রশাসনে এমন যারা আছেন তাদের সরিয়ে দিতে হবে।
রোববার (২৫ আগস্ট) জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর সরকার পতনের এক দফা দাবি আদায়ে মাঠে নামে ছাত্র-জনতা। এক পর্যায়ে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। পরবর্তী সময়ে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। যেখানে ছাত্র আন্দোলনে নেতৃত্বে দেওয়া দুজন উপদেষ্টা হিসেবে আছেন।
সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, আন্দোলনে ছাত্র জনতাকে হত্যাকারী দুর্বৃত্তদের সেনানিবাসে জায়গা দিয়ে সেনাবাহিনী ভুল করেছে।
বিপ্লব এখনো থমকে আছে দাবি করে মেজর হাফিজ বলেন, আয়নাঘরের নামে যারা মানুষ হত্যা করেছে, গুম করেছে তারা বহাল তবিয়তে আছে। দ্রুত আয়নাঘরের স্রষ্টাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
শেখ হাসিনা ভারতে বসে চক্রান্ত করছেন দাবি করে ছাত্র জনতাকে সতর্ক থাকার আহ্বান জানান মেজর হাফিজ।
কালের আলো/এমএএইচ/ইউএইচ