বন্যার্তদের বাঁচার লড়াইয়ে মানবিক পথচলায় সেপকস, প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১৫ লক্ষ টাকা অনুদান
প্রকাশিতঃ 6:52 pm | August 27, 2024
বিশেষ সংবাদদাতা, কালের আলো:
দেশে স্মরণকালের ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয়ে দুর্গতদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন দেশের সব শ্রেণি-পেশার মানুষ। সেই তালিকায় যুক্ত হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সেনা পরিবার কল্যাণ সমিতি (সেপকস), লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাব। জীবন-মৃত্যুর মাঝখানে দিন কাটানো বানভাসীদের সহায়তায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এবার ১৫ লক্ষ টাকার অনুদান ও ত্রাণ সামগ্রী হস্তান্তর করেছেন তাঁরা।
মঙ্গলবার (২৭ আগস্ট) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর হাতে সেনা পরিবার কল্যাণ সমিতির পৃষ্ঠপোষক এবং লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সারাহনাজ কমলিকা জামান এই অনুদান হস্তান্তর করেন। অনির্বচনীয় মুগ্ধতা ছড়িয়ে সেপকস, লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাব বন্যায় ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষের বাঁচার লড়াইয়ে এভাবেই বাড়িয়ে দিয়েছে গভীর মমত্ববোধ, মহানুভবতা ও উদারনৈতিক মানসিকতা ও মনুষ্যত্বের হাত।
জানা যায়, দুর্যোগ–দুঃসময়ে ঐক্যবদ্ধভাবে বিপন্ন মানবতার পাশে দাঁড়ানোর মহৎ গুণের বারবার বহি:প্রকাশ ঘটিয়েছে সেনা পরিবার কল্যাণ সমিতি (সেপকস), লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাব। প্রতিটি দুর্যোগে আপনাপন সাধ্যানুযায়ী মানবিক কাজে থেকেছেন সক্রিয়। এর আগেও সেনা পরিবার কল্যাণ সমিতি মানবিকতার আনন্দময় পথচলায় চিরায়িত এবং প্রথাগত গণ্ডি পেরিয়ে নিজেদের সমর্পণ করেছে। সেনা পরিবার কল্যাণ সমিতির পৃষ্ঠপোষক এবং লেডিস ক্লাব ও চিলড্রেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সারাহনাজ কমলিকা জামান বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি সমাজের সর্বস্তরের জনসাধারণকে বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসতেও তিনি আহবান জানান।
জানা যায়, অর্জন-সাফল্যের বা মর্যাদার তুল্যমূল্যের হিসেবের চেয়েও মানবিকতার অনন্য রেখাচিত্র আঁকতে সম্মানিত পৃষ্ঠপোষক সারাহনাজ কমলিকা জামান এর দিকনির্দেশনায় সেনা পরিবার কল্যাণ সমিতির প্রতিটি সদস্য কাজ করছেন নিরলস-অবিরাম। ঠিক যেন তাঁরা পূর্ণ করতে চান নিজেদের হৃদয়পুরের মানবিক বৃত্তটিকে।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দেশের সকল সেনানিবাসে সেনা পরিবার কল্যাণ সমিতি, লেডিস ক্লাব এবং চিলড্রেন ক্লাবের সদস্যরা স্বেচ্ছায় স্ব-প্রণোদিত হয়ে ত্রাণ সামগ্রী, নগদ অর্থ, জামা কাপড়, রেশন, ওষুধ, শুকনা খাবার বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের নিকট হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সেনা পরিবার কল্যাণ সমিতি, লেডিস ক্লাব এবং চিলড্রেন ক্লাব ঢাকা অঞ্চলের সভানেত্রীরাসহ সেনাসদরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের আলো/এমএএএমকে