বাস্তব জীবনের হিরো তরুণ সেনা কর্মকর্তা বায়েজিদ, একাই উদ্ধার করেছেন ৩৫০ বন্যার্তকে
প্রকাশিতঃ 12:38 am | August 30, 2024
বিশেষ সংবাদদাতা, কালের আলো:
নিজের সন্তান দেশের সেবায় নিজেকে নিয়োজিত করবে, উজ্জ্বল করবে দেশের মুখ-এমন স্বপ্ন দেখতেন প্রয়াত বাবা কামাল হোসেন। যিনি ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এর পরিদর্শক। বাবার স্বপ্নপূরণে দেশমাতৃকার সেবায় নিজেকে নিবেদন করতে ২০২০ সালে রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ৮৬তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করেন লেফটেন্যান্ট মো. বায়েজিদ বোস্তামী।
শৈশব থেকেই দক্ষ সাঁতারু এই নবীন সেনা কর্মকর্তা কুমিল্লার বুড়িচং উপজেলায় বন্যার্তদের উদ্ধারে নিজের জীবনবাজি রেখে ইউনিট অধিনায়কের অনুপ্রেরণায় এরই মধ্যে স্থাপন করেছেন অনন্য এক দৃষ্টান্ত। গত ২২ আগস্ট থেকে এক সপ্তাহে তিনি প্রায় ৩৫০ জন বন্যার্তকে উদ্ধার করেছেন নীরবে-নিভৃতে। এই তালিকায় রয়েছেন শিশু ও অন্তঃসত্ত্বা মহিলা থেকে শুরু করে অসুস্থরাও। সবাই দু’হাত তুলে দোয়া করেছেন, প্রশংসা করেছেন তাঁর।
এ প্রতিবেদকের হাতে আসা একাধিক ছবিতে দেখা গেছে, গলা সমান পানিতে ভেসে এক শিশুকে নিজের পিঠে চাপিয়ে উদ্ধার করছেন লেফটেন্যান্ট বায়েজিদ বোস্তামী। আবার কখনও পানিতে নেমে কোলে করে কিংবা সেনাবাহিনীর বোটযোগে উদ্ধার করছেন জুয়ান-বুড়ো-বাচ্চাদের। তাঁর এমন বীরত্বকাব্য কুমিল্লার দুর্যোগপীড়িত মানুষকে দিচ্ছে স্বস্তি। মিডিয়া ফোকাসের বাইরে হেঁটে মানবকল্যাণে কাজ করে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করে বাস্তব জীবনে ঠিকই তিনি হয়ে ওঠেছেন একজন রিয়েল হিরো।
সাধারণত রূপালি পর্দায় প্রতিটি সিনেমায় একজন করে হিরো থাকেন। যেখানে তাদের দেখা যায় আদর্শ মানবতার মূর্ত প্রতিক রূপে। আর সিনেমাপ্রিয় মানুষগুলোর মধ্যে অনেকে প্রায়শই রূপালি পর্দার সেই হিরোদের বৈশিষ্ট্যগুলোকে অনুকরণ করেন, এমনকি তা নিজেদের বাস্তব জীবনে ধারণ করে হয়ে ওঠতে চান বাস্তব জীবনের হিরো। তরুণ সেনা কর্মকর্তা বায়েজিদ বোস্তামীর জীবনে এমনটি না ঘটলেও দেশের জন্য মানবিকতার উপমায় তিনি হয়ে ওঠেছেন বাস্তব জীবনের হিরো।
নেত্রকোণার আটপাড়া উপজেলার সন্তান লেফটেন্যান্ট বায়েজিদ সেনাবাহিনীর কঠোর প্রশিক্ষণ সফলতার সঙ্গে সমাপ্ত করে চলতি বছরের ২০ জুন কুমিল্লা সেনানিবাসে অবস্থিত একটি পদাতিক ব্যাটালিয়নে যোগদান করেন। প্রশিক্ষণ চলাকালীন সময়ে তিনি নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত সাঁতারের উচ্চতর প্রশিক্ষণ ‘ফ্রগম্যান কোর্স’ সম্পন্ন করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে সম্প্রতি কমিশনপ্রাপ্ত এই কর্মকর্তা কুমিল্লার বুড়িচং উপজেলায় বন্যার্তদের উদ্ধারকার্যে নিয়োজিত থেকে অনবদ্য এক মানবিক উদাহরণ তৈরি করেছেন। তাঁর মতোই দেশের জন্য নিবেদিতপ্রাণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি সদস্য কাজ করে যাচ্ছেন বন্যার্তদের সেবায়। তারুণ্যের এই সহমর্মিতা ও মানবতাবোধ ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার অফুরান উৎস বলে মনে করছেন বিশ্লেষকরা।
কালের আলো/এমএএএমকে