বাফুফের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান হলেন ইমরুল হাসান 

প্রকাশিতঃ 7:09 pm | August 31, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের সর্বস্তরেই চলছে পালাবদল। ক্রীড়াঙ্গনও এর বাইরে নয়।

সরকার পতনের পর বাফুফে থেকে পদত্যাগ করেছেন সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী। তিনি সরকারদলীয় এমপি এবং বাফুফের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ছিলেন।

তার পদত্যাগের পর আজ জরুরি নির্বাহী সভা ডাকে বাফুফে। যেখানে সর্বসম্মতিক্রমে সহ-সভাপতি ইমরুল হাসানকে বাফুফের ফিন্যান্স কমিটির চেয়াম্যান করা হয়েছে।

কালের আলো/ডিএইচ/কেএ