দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরে পারফর্ম করে যা বললেন তাসকিন
প্রকাশিতঃ 9:39 pm | August 31, 2024
ক্রীড়া প্রতিবেদক, কালের আলো:
দীর্ঘ দিন ধরে কাঁধের চোটে ভুগছিলেন তাসকিন আহমেদ। ছিলেন না এই সিরিজের প্রথম টেস্টেও। তবে একাদশে ফিরেই দুর্দান্ত শুরু করলেন এই ডানহাতি পেসার। ফেরার ম্যাচে ইনিংসের প্রথম ওভার করতে এসেই উইকেটের দেখা পেয়েছেন তাসকিন।
এখানেই অবশ্য থামেননি এই তারকা। দলের গুরুত্বপূর্ণ সময়ে ফিরিয়েছেন সৌদ শাকিলকে। আর একেবারে শেষে নতুন বল নিয়েই পেয়েছেন আরও এক উইকেট। সালমান আলী আঘা কেবলই বিপজ্জনক রূপ ধরেছিলেন। বুদ্ধিদীপ্ত বোলিংয়ে তাকে ফেরান তাসকিন।
প্রথম দিন শেষে দলের হয়ে সংবাদ সম্মেলনে আসেন ৩ উইকেট পাওয়া এই পেসার। এ সময় ১৪ মাস পর টেস্ট ক্রিকেটে ফেরা নিয়ে বলছিলেন, ‘দেড় বছর পর লাল বলের ক্রিকেটে ফিরতে পারার ব্যাপারটা দারুণ। আমি উপভোগ করেছি খেলাটা, সেই সাথে কিছুটা সংগ্রামও করতে হয়েছে। পরের ইনিংস থেকে আশা করছি আমি ঠিকঠাক থাকতে পারব।’
আব্দুল্লাহ শফিককে আউট করা নিয়ে তাসকিন বলেন, ‘এটা আসলে অনেক অনেক উপভোগ্য ছিল আমার জন্য। আমি ৫টা বল বাইরে নিয়ে পরে একটি বল ভিতরে ঢোকাতে চেয়েছি। ইচ্ছা করেই এরকমটা করেছি। দারুণ খুশি ছিলাম উইকেটটি নিতে পেরে। মাঝেমধ্যে হয়ত আমি উইকেট নিতে পারব না। তবে প্রক্রিয়াটা ঠিকঠাক ধরে রাখতে হবে। আমি প্রতিনিয়তই শিখছি। গত ১০ বছর ধরে আমি খেলছি। এভাবেই আমি শিখছি।’
পরিকল্পনা বাস্তবায়ন হওয়ায় সহজ হয়েছে বলছেন তাসকিন, ‘আসলে আমরা যখন শুরুতে আক্রমণ করার চেষ্টা করেছি তখন তারা রান পেয়েছে। ভালো জুটি গড়েছে। লাঞ্চের পর আমাদের যেসব প্ল্যান ছিল সেসব আমরা কাজে লাগাতে পেরেছি। এ কারণেই তাদের আটকাতে পেরেছি ভালো রানের মধ্যে। অনেক প্ল্যান করতে পারবেন আপনি। তবে কাজে লাগানোটাও জরুরি। আমরা প্ল্যান কাজে লাগিয়েছি। এ কারণেই তাদের ভালো একটি সংগ্রহে আটকে রাখতে পেরেছি।’
কালের আলো/ডিএইচ/কেএ