আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে তৃণমূলে নৌবাহিনী প্রধান, পরিবর্তনের সুফল পৌঁছে দেওয়ার অঙ্গীকার
প্রকাশিতঃ 11:37 pm | September 09, 2024
বিশেষ সংবাদদাতা, কালের আলো:
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তর্বর্তী সরকার দায়িত্বভার গ্রহণ করে। সারাদেশের ৬৩৯টি থানার মধ্যে অন্তত ৪৫০টি থানা জনরোষের মুখে পড়ে। পুলিশের অনুপস্থিতির কারণে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অবনতি ঘটে। ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে ও থানাগুলোকে সচল করতে সরকারের নির্দেশে কার্যক্রম শুরু করে সশস্ত্র বাহিনী।
এরই মধ্যে আবার দেশের ১১টি জেলায় প্রবল বন্যার ধকলও ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে সামাল দেয় তাঁরা। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারেও শুরু হয় যৌথ বাহিনীর অভিযান। বুকে দুরন্ত সাহস নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে জাতিকে নতুন আলোর পথ দিতে সৃষ্টিশীল ও জনবান্ধব মানসিকতা নিয়ে রাষ্ট্র গঠনে সহযাত্রী হয়েছে বাংলাদেশ নৌবাহিনীও।
নতুন পথের এ অভিযাত্রায় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান মনে করেন, ‘গণমাধ্যমের সহায়তায় ও স্থানীয় জনমানুষের সঙ্গে একতাবদ্ধ হয়ে যেকোনও পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সফল আন্দোলনের মাধ্যমে দেশে একটি পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের সুফল দেশ ও দেশের জনগণ যেন পায়, সেজন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।’
জনপ্রত্যাশার পানসিতে চড়ে কঠিন-কঠোর পথযাত্রায় ধৈর্য ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করতে পুলিশকে সাহসী পায়ে দাঁড় করাতে নিজেদের আন্তরিক কর্মপ্রয়াস আর উদয়াস্ত পরিশ্রমের যোগফলে তৃণমূলের সার্বিক নিরাপত্তা নিজ চোখে দেখতে খুলনা ও ভোলা জেলা সফর করেছেন নৌবাহিনী প্রধান।
সোমবার (৯ সেপ্টেম্বর) তিনি দিনমান এ দু’জেলার সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাষ্ট্রীয় অবকাঠামোর সুরক্ষা ও যৌথ বাহিনীর কর্মকাণ্ড পরিদর্শন করেন। পাশাপাশি নৌ কন্টিনজেন্ট, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ে ইতিহাসের গতিপথে নতুন যুগের সূচনায় বৈষম্যহীন ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে প্রত্যেককে নৈতিকতা ও রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিজ দায়িত্ব পালনেরও আহ্বান জানান।
সশস্ত্র বাহিনী জনগণের পাশে ছিল, আছে ও থাকবে
ভোলা সার্কিট হাউসে প্রেস ব্রিফিংয়ে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেন, ‘আমাদের সেনা, নৌ ও বিমান বাহিনী সব সময় দেশের জনগণের পাশে ছিল, আছে ও ভবিষ্যতেও থাকবে এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা প্রদান করে আসছে। বর্তমানে দেশে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর কার্যক্রম অব্যাহত আছে। এছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমগুলোতে সহযোগিতা করে যাচ্ছে, যতদিন পর্যন্ত প্রয়োজন হবে সরকারি নির্দেশনা মোতাবেক যৌথ বাহিনী সেই সহযোগিতা করে যাবে।’
তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত এলাকায় স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সহায়তা করছে নৌবাহিনী। এরই মধ্যে নৌবাহিনীর সহায়তায় উপকূলীয় অঞ্চলের থানাসমূহে স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। বিভিন্ন থানায় পুলিশকে সুরক্ষা ও নিরাপত্তা প্রদান করছে নৌবাহিনী।’
ভোলায় দেশের জলসীমার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এখানে দেশের বেশি জলসীমা রয়েছে। সেই জলসীমা পাহারা দেয়ার জন্য আগে থেকেই পুলিশ প্রশাসন এবং কোস্টগার্ড মোতায়েন ছিলো। বর্তমানে নৌ-বাহিনীর সদস্যরাও এটার জন্য কাজ করছে।’ কিছু সীমাবদ্ধতার কথা জানিয়ে তিনি আরও বলেন- ‘তারপরেও সার্বক্ষণিক টহলের মাধ্যমে, প্রয়োজনে জনবল বৃদ্ধি করবো, যার মাধ্যমে নৌপথগুলোতে চাঁদাবাজি এবং সহিংসতা না হয়। নিরাপত্তা নিশ্চিতে একসাথে কাজ করবো।’
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় গুরুত্বারোপ
গত ৫ আগস্টের পর নানান ধরনের সহিংসতার করা এক সাংবাদিকের প্রশ্নের জবাবে নৌবাহিনী প্রধান বলেন, সারাদেশেই বেশ কিছু নাশকতা হয়েছে, যেটা খুবই দুঃখজনক। অনেকেই চিহ্নিত সন্ত্রাসী আমরা জানি। অনেকেই প্রতি হিংসা বা আক্রোশ চরিতার্থ করেছে এটা খুবই দুঃখজনক। এ বিষয় উন্নীত হয়েছে। অনেকটা কমে এসেছে। সবাই মিলে যখন কার্যক্রম জোরদার করবো তখন অনেকটা কমে আসবে। রাজনৈতিক দল যারা দেশ এবং জনগণের জন্য কাজ করেন, তাদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, আপনার সবাই আমাদের সহযোগীতা করবেন। তা হলেই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আসবে বলেও তিনি মনে করেন।
চিহ্নিত অপরাধীদের ছাড় না দেওয়ার কড়া বার্তা
চিহ্নিত অপরাধীদের ছাড় না দেওয়ার কঠোর বার্তা দিয়েছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। ভোলার সার্বিক পরিস্থিতি এবং অবৈধ অস্ত্রের বিষয়ে নৌবাহিনীর প্রধান বলেন, ‘ভোলা থেকে ৮৬টি অস্ত্রের লাইসেন্স দেয়া হয়েছে। এর মধ্যে ৮৪টি ভোলায় ও ২টি ঢাকায় জমা পড়েছে। পুলিশ প্রশাসন আমাকে এ তথ্য জানিয়েছে।’
এর আগে সকাল সাড়ে ৯টায় হেলিকপ্টারে ঢাকা থেকে ভোলায় আসেন এডমিরাল নাজমুল হাসান। ভোলা পরিদর্শন শেষে তিনি দুপুর সাড়ে ১২টায় তিনি খুলনার উদ্দেশে ভোলা ত্যাগ করেন। ভোলা পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন-নৌবাহিনীর খুলনা জোনের কমান্ডার রিয়ার এডমিরাল গোলাম সাদেক, বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো: শওকত আলী, ভোলা নৌবাহিনীর কমান্ডার আরাফাতুল ইসলাম, জেলা প্রশাসক মো: আরিফুজ্জামান ও পুলিশ সুপার মো: মাহিদুজ্জামান প্রমুখ।
কালের আলো/এমএএএমকে