ফিরেই মেসির জোড়া গোল, জিতলো মায়ামি
প্রকাশিতঃ 11:01 am | September 15, 2024
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
গোড়ালির ইনজুরিতে দুই মাসের জন্য ছিটকে গিয়েছিলেন। তার অনুপস্থিতিও প্রভাব ফেলছিল। প্রত্যাবর্তন যে কতটা জরুরি সেটার প্রমাণ মিললো আজ। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ফিরেই জোড়া গোলে মাঠ কাঁপিয়েছেন লিওনেল মেসি। তার ভূমিকায় ইন্টার মায়ামি মেজর লিগ সকারে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে।
৮ বারের ব্যালন ডি’ওর জয়ী কোপা আমেরিকার ফাইনালের পর আর খেলতে পারেননি। সেই ১৪ জুলাই থেকে। মেজর লিগ সকারে ৮টি ম্যাচ মিস করেছেন। বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার হয়েও খেলতে পারেননি।
অবশ্য ম্যাচে প্রথম সুযোগটা কাজে লাগিয়ে এগিয়ে গিয়েছিল ফিলাডেলফিয়া। সুযোগ পেয়ে ২ মিনিটে জাল কাঁপান মিকায়েল উহরেস। প্রত্যাবর্তনের ম্যাচ হওয়ায় মেসিও তৎপর হয়ে পড়েন সেই ঘাটতি পুষিয়ে দিতে। মায়ামিকে সমতায় ফেরান তিনি ২৬ মিনিটে। লুইস সুয়ারেজের কাছ থেকে পাওয়া পাস ধরে আসে সমতাসূচক গোল। ব্যবধান বাড়াতেও মেসি সময় নেননি। ৩০ মিনিটে জর্ডি আলবার সঙ্গে সংযোগ ঘটিয়ে বাম পায়ে শটে স্কোর ২-০ করেছেন।
বিরতির আগে মায়ামি ভেবেছিল সুয়ারেজ স্কোর ৩-১ করেছেন। কিন্তু ভার রিভিউ দেখার পর বাতিল হয়ে যায় সেটা। তবে দ্বিতীয়ার্ধের একেবারে শেষ দিকে যোগ হওয়া সময়ে তার স্কোরেই ব্যবধান ৩-১ হয়েছে। এই গোলে অবশ্য অ্যাসিস্ট ছিল মেসির।
এই জয় ইস্টার্ন কনফারেন্সে মায়ামি পয়েন্ট ব্যবধান আরও বাড়িয়ে নিয়েছে। টেবিলে ৬২ পয়েন্ট তাদের। কাছাকাছি থাকা সিনসিনাটির চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে। নিয়মিত মৌসুমে আরও ৬ ম্যাচ বাকি। অবশ্য এরই মধ্যে মায়ামি এমএলএস কাপের প্লে-অফ নিশ্চিত করে রেখেছে। আর লিওনেল মেসি দুই গোল করে আবারও শীর্ষ গোলদাতার লড়াইয়ে নিজেকে ফিরিয়ে এনেছেন। ১৩ ম্যাচে তার মোট গোল ১৪টি। সুয়ারেজ ১৭ গোল নিয়ে শীর্ষে থাকা ডিসি ইউনাইটেডের ক্রিস্টিয়ান বেন্টেকের চেয়ে আর দুই গোল পিছিয়ে।
কালের আলো/এমএএইচ