একযোগে ৪০ কর কমিশনার বদলি

প্রকাশিতঃ 6:57 pm | September 20, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর বিভাগের ৪০ কর কমিশনারকে একসঙ্গে বদলি করা হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) এনবিআরের প্রথম সচিব (কর প্রশাসন) মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (কর) ক্যাডারে নিম্নবর্ণিত কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি অথবা পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

উল্লেখযোগ্য কয়েকজনের কমিশনারের মধ্যে কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালক খাইরুল ইসলামকে বৃহৎ করদাতা ইউনিটে, ঢাকার কর অঞ্চল-১৫–এর কমিশনার আহসান হাবিবকে সিআইসির মহাপরিচালক পদে, কর অঞ্চল-৪–এর কমিশনার লুৎফুল আজীমকে কর অঞ্চল-১–এ, কর অঞ্চল-৭–এর কমিশনার রওনক আফরোজকে বিসিএস (কর) একাডেমির মহাপরিচালক পদে; বিসিএস (কর) একাডেমির মহাপরিচালক ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ মামুনকে কর অঞ্চল-৬–এর কমিশনার, খুলনা কর পরিদর্শী রেঞ্জের মুন্সী হারুনুর রশীদকে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটে, ঢাকা কর পরিদর্শী রেঞ্জের গণেশ চন্দ্র মন্ডলকে কেন্দ্রীয় জরিপ অঞ্চলে বদলি করা হয়েছে।

নারায়ণগঞ্জের কর পরিদর্শী রেঞ্জের শব্বির আহমেদকে ঢাকার কর অঞ্চল-১৫–এর কমিশনার, ঢাকার কর অঞ্চল-১–এর কমিশনার এ কে এম হাসানুজ্জামানকে ঢাকার কর আপিল অঞ্চল-১–এর কমিশনার, ঢাকা কর পরিদর্শন পরিদফতরের মহাপরিচালক সিরাজুল করিমকে ঢাকার কর অঞ্চল-৮–এর কমিশনার করা হয়েছে।

কালের আলো ডিএইচ কেএ