হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়কারী আটক
প্রকাশিতঃ 2:12 pm | October 04, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে আটক করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
শুক্রবার (৪ অক্টোবর) সকালে ভাটারা থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়কারীর নামে একাধিক মামলা রয়েছে। তার ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কালের আলো/এমএএইচ/ইউএইচ