সৎ, পেশাদার ও নীতিবানদের সেনা নেতৃত্বে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

প্রকাশিতঃ 3:48 pm | October 06, 2024

এম.আব্দুল্লাহ আল মামুন খান, অ্যাকটিং এডিটর:

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবারের মতো চলতি বছরের সেনাসদর নির্বাচনী পর্ষদের উদ্বোধন করেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড.মুহাম্মদ ইউনূস। তিনি দেশের গণ্ডি ছাপিয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় স্বমিহমায় উদ্ভাসিত ও গৌরবমণ্ডিত এই বাহিনীর নির্বাচনী পর্ষদের অনুষ্ঠানে যোগ্য নেতৃত্ব বাছাইয়ে গুরুত্বারোপ করেছেন। সৎ, নীতিবান এবং নেতৃত্বের অন্যান্য গুণাবলী সম্পন্ন অফিসারদের উচ্চতর পদোন্নতির বিষয়ে কার্যকর দিকনির্দেশনা প্রদান করেছেন।

পাশাপাশি শতভাগ পেশাদার, দেশপ্রেমিক, দক্ষ ও আধুনিক বাহিনীতে রূপান্তরিত বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি দেশের মানুষের অবিচল আস্থা, গভীর বিশ্বাস আর অকৃত্রিম ভালোবাসার কথা উচ্চারণ করেছেন। দেশের দু:সময়ে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষায় সেনাবাহিনীর অবিস্মরণীয় ভূমিকাকে দেদীপ্যমান করেছেন।

  • বাংলাদেশ সেনাবাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে
  • দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে
  • একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে
  • সামরিক জীবনের বিভিন্ন কর্মকাণ্ডে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল অফিসারদেরকে পদোন্নতির জন্য নির্বাচন করতে হবে

তিনি কৃতজ্ঞচিত্তে উচ্চারণ করেছেন-‘দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে এক অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে। ফলশ্রুতিতে বাংলাদেশ সেনাবাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে।’

রবিবার (০৬ অক্টোবর) সেনাবাহিনী সদর দপ্তরে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৪’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন বলে জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এর আগে প্রধান উপদেষ্টা ড.ইউনূস সেনাবাহিনী সদর দপ্তরে এসে পৌঁছলে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাকে স্বাগত জানান। এ সময় প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব:) আব্দুল হাফিজ, সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান উপস্থিত ছিলেন।

আইএসপিআর জানায়, শত কর্মব্যস্ততার মাঝেও উপস্থিত হয়ে নির্বাচনী পর্ষদ উদ্বোধন করায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন। সেনাসদর নির্বাচনী পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো.আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি বছর সেনাসদর নির্বাচনী পর্ষদ এর সভাটি বাংলাদেশ সেনাবাহিনীর জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেনাবাহিনীর সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই পর্ষদের মাধ্যমে সেনাবাহিনীর ভবিষ্যৎ জ্যেষ্ঠ নেতৃত্বের জন্য যোগ্য ও দক্ষ অফিসারেরা সরকারের অনুমোদন সাপেক্ষে পদোন্নতি পান। সততা, ন্যায়পরায়ণতা ও সুবিচারের সঙ্গে নির্বাচনী পর্ষদ এই গুরুদায়িত্ব পালন করে। দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে এই বাহিনীর উজ্জ্বল ভাবমূর্তি বজায়ে যোগ্য এবং গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচন করতে উপদেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

পদোন্নতি পর্ষদের মূল্যবান বক্তব্যের শুরুতেই প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস ছাত্র-জনতার বিপ্লবে সিক্ত নতুন বাংলাদেশে সকলকে স্বাগত জানান। এসময় তিনি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের প্রতি। তিনি আরও স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনী তথা সেনাবাহিনীর শহিদসহ সকল বীর সেনানীদের যাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন।

সৎ, নীতিবান এবং নেতৃত্বের অন্যান্য গুণাবলী সম্পন্ন অফিসারগণই উচ্চতর পদোন্নতির দাবিদার বলেও মন্তব্য করেন তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক মতাদর্শের উর্ধ্বে থেকে যে সমস্ত অফিসার সামরিক জীবনের বিভিন্ন কর্মকাণ্ডে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন সেই সকল অফিসারদেরকে পদোন্নতির জন্য নির্বাচন করতে হবে। পরে প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন বলে জানায় আইএসপিআর।

কালের আলো/এমএএএমকে