শিল্প খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ১৬
প্রকাশিতঃ 6:35 pm | October 13, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আশুলিয়ায় শিল্প খাতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনীর সদস্যরা। শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া অন্য মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজবাড়ী জেলা সদরের বানিবহ গ্রামের কামরুল মিয়ার ছেলে মো. রাফিজুল মিয়া (২২), যশোরের ঝিকরগাছা থানার বারবাতপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে জিল্লুর রহমান (২০), পটুয়াখালী জেলার কলাপাড়া থানার টিয়াখালী গ্রামের জহিরুল ইসলামের ছেলে মো. জনি হাওলাদার (২২), টাঙ্গাইল জেলার ধনবাড়ী থানার যুকেরপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো. ওয়াসিম হোসেন (২৫), দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার শ্যামনগর গ্রামের খলিল মণ্ডলের ছেলে মো. লিমন মণ্ডল (২০), শেরপুর জেলার ঝিনাইগাতি থানার বনগাঁও খন্দকারপাড়া গ্রামের আজাহার আলীর ছেলে মো. আরিফুল ইসলাম (২৫), সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার জাপড়া অভিরাম গ্রামের মৃত বেল্লাল শেখের ছেলে নাজমুল হুদা আলাল (২৪), মানিকগঞ্জের দৌলতপুর থানার বাসাইল গ্রামের নুরুল ইসলামের ছেলে মো: মনোয়ার হোসেন (২৫), পটুয়াখালী জেলা সদরের কালিকাপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মো. রাকিব হাসান মুক্তা (৩৩), পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার পিপড়াখালী গ্রামের মো. বছির হাওলাদারের ছেলে মো. আসিফ হাওলাদার (২১), রাজধানীর কেরানীগঞ্জ থানার ঝিনজিরা রসুলপুর গ্রামের মৃত দানেছ আলীর ছেলে মো. আব্দুস সালাম (২৯), সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার বারইটেপরি গ্রামের আদম মণ্ডলের ছেলে মঞ্জুর হোসেন (২২), বরগুনা জেলা সদরের জাঙ্গালিয়া গ্রামের আব্দুল বারেক গাজীর ছেলে মো. রাকিব হোসেন (২৮), চাঁদপুর জেলা সদরের ধনপ্রদ্দি গ্রামের আব্দুস শুকুরের ছেলে মো. আব্দুর রহমান (৩৫), পটুয়াখালী জেলা সদরের ঠেঙ্গাই গ্রামের রুবেল তালুকদারের ছেলে আজমীর তালুকদার (১৯), ঝালকাঠি জেলার নলসিটি থানার সেওতা গ্রামের মৃত ফজলে আলী খানের ছেলে মো. হানিফ খান (৪৫), আশুলিয়ার নয়ারহাট সংলগ্ন গোপীনাথপুর গ্রামের মো. আবুল হোসেনের ছেলে মো. নয়ন হোসেন (২২) ও একই থানার গোপীনাথপুর গ্রামের মো. কুতুব উদ্দিনের ছেলে তানভীর আহম্মেদ গল্প (১৮)।
গ্রেপ্তারকৃত ১৬ জন আশুলিয়ার কাঠগড়ার আমতলা এলাকায় ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, পোশাকশিল্পসহ বিভিন্ন শিল্পে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে যৌথবাহিনী শনিবার রাতে অভিযান চালায়। এ সময় বিভিন্ন এলাকা থেকে ১৬ জনকে গ্রেপ্তার করে আশুলিয়া থানায় হস্তার করা হয়েছে। রবিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, ‘গ্রেপ্তার ১৮ জন আসামিকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১৬ জন শিল্পে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ও বাকি দুই জনকে অন্য দুই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।’
কালের আলো/ডিএইচ/কেএ