দীর্ঘ দিনের চেনা স্টাইলে পরিবর্তন, বিআরটিএ’র ইতিহাসে প্রথমবারের মতো ক্যাটাগরি মেনে বদলির দৃষ্টান্ত
প্রকাশিতঃ 10:34 pm | October 15, 2024

রাইসুল ইসলাম খান, কালের আলো:
সাধারণত সরকারি প্রতিষ্ঠানে বদলি হতে বেশ কিছু প্রভাবক দরকার হয়। এর মধ্যে অন্যতম তদবির, টাকা, ক্ষমতা বা রাজনৈতিক প্রভাব। ঘুষ দিতেও না কী ভালো তদবিরের প্রয়োজন! নয়তো বদলির ফাইল বছরের পর বছর একই জায়গায় পড়ে থাকে, গিট্টু খুলে না। মাসের পর মাস, বছরের পর বছর এমন অনিয়মই যেন নিয়ম! অভিন্ন প্রথায় ঘুরপাক খেয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষও (বিআরটিএ)। তবে এসবের বাইরে গিয়ে এবার নিজের অধস্তন কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান (গ্রেড-১) মো.ইয়াসীন।
বিআরটিএ’র চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণের মাত্র ৯ দিনের মাথায় নিজের প্রতিষ্ঠানের ইতিহাসে প্রথমবারের মতো ক্যাটাগরি মেনে ১৭ কর্মকর্তাকে বদলির মাধ্যমে তিনি দীর্ঘদিনের চেনা স্টাইলে পরিবর্তন এনে ইতিবাচক আলোচনার সূত্রপাত করেছেন। এর মাধ্যমে মূলত বিআরটিএ’র নতুন চেয়ারম্যান গুরুত্বপূর্ণ একাধিক বার্তা দিয়েছেন। প্রথমত, মুখ চিনে অনৈতিক কায়দায় বদলীর বৃত্ত ভেঙেছেন। দ্বিতীয়ত দীর্ঘদিন ঢাকার বাইরে থাকা অবহেলিত-বঞ্চনার শিকার কর্মকর্তাদের মূল্যায়িত করেছেন। স্পষ্টত নিজের প্রতিষ্ঠানটির সিস্টেমের আমূল পরিবর্তন এনেছেন। জানিয়ে দিয়েছেন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে তাঁর নীতি থাকবে শূন্য সহিষ্ণুতার।
জানা যায়, অতীতে বিআরটিএ চেয়ারম্যানরা নিজেদের খেয়াল-খুশিমতো কর্মকর্তাদের বদলি করেছেন। কিন্তু বর্তমান চেয়ারম্যান (গ্রেড-১) মো.ইয়াসীন এবারের বদলিতে সরকারের বদলি সংক্রান্ত গাইডলাইনকে প্রাধান্য দিয়েছেন। সরকারের জারিকৃত বিধি বিধানকে ঠিকঠাক অনুসরণ করেছেন। সোমবার (১৪ অক্টোবর) বিআরটিএ’র উপপরিচালক (প্রশাসন) রিপন কুমার সাহা সই করা পৃথক দুটি অফিস আদেশে ক্যাটাগরি মেনে একসঙ্গে ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়। তাদের দেশের বিভিন্ন বিআরটিএ সার্কেল ও বিভাগীয় অফিসে বদলি করা হয়েছে।
একটি অফিস আদেশে বলা হয়েছে, উপ-পরিচালক মো. রফিকুল ইসলামকে ঢাকা মেট্রো সার্কেল-১ থেকে বিভাগীয় অফিস বরিশালে বদলি করা হয়েছে। আর তৌহিদুল হোসেনকে চট্টগ্রাম মেট্রো সার্কেল-১ থেকে বিভাগীয় ময়মনসিংহে বদলি করা হয়েছে। অপর এক অফিস আদেশে একসঙ্গে ১৫ জন সহকারী পরিচালককে বিভিন্ন বিভাগীয় ও সার্কেল অফিসে বদলি করা হয়। নিয়ম মোতাবেক এমন বদলিতে খুশি বিআরটিএ’র সর্বস্তরের কর্মকর্তারা।
বিআরটিএ’র একজন উর্ধ্বতন কর্মকর্তা কালের আলোকে বলেন, বিআরটিএতে ঢাকাসহ দেশের বিভিন্ন সার্কেল ও বিভাগীয় অফিসকে ক, খ, গ ও ঘ ক্যাটাগরিতে ভাগ করা হয়। বদলির নিয়ম সাধারণত ক্যাটাগরি মেনে করার কথা থাকলে অতীতে কখনও সেটি হয়নি। এত দিন কিছু কর্মকর্তা শুধু ‘ভালো’ জায়গায় পোস্টিং পেয়েছেন। যারা ঢাকায় থাকতেন তাঁরা ঘুরেফিরে হয় চট্টগ্রাম বদলি হতেন অথবা চট্টগ্রাম থেকে ঢাকায় আসতেন। তবে এবার চিরায়ত এই সিস্টেমকে বদলে দিয়েছেন বর্তমান চেয়ারম্যান। এটি বিআরটিএ’র ইতিহাসে একটি উদাহরণ হয়ে থাকবে।
কালের আলো/আরআই/এমএএএমকে