ডজনে ২০ টাকা পর্যন্ত কমেছে মুরগির ডিমের দাম
প্রকাশিতঃ 6:14 pm | October 18, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
এক দিনের ব্যবধানে ডজনে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে মুরগির ডিমের দাম। তবে ডিমের আকার স্বাভাবিকের চেয়ে কিছুটা ছোট আকারের। আবার পাড়া-মহল্লার দোকানে ডিমের ঘাটতিও দেখা গেছে।
শুক্রবার (১৮ অক্টোবর) সকালে রাজধানীর মোহাম্মদপুরের বাজার ঘুরে দেখা যায়, ১৬৫ টাকা ডজন দরে বিক্রি হচ্ছে মুরগির ডিম। আকারে কিছুটা ছোট ডিম বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে। একেবারেই ছোট আকারের ডিমের ডজন ১৫০ টাকা। যদিও একদিন আগেই (বৃহস্পতিবার) এই দাম ছিলো ১৮০ টাকা।
হঠাৎ দাম কমার কারণ জানতে চাইলে ঢাকা উদ্যানের হাজী জয়নাল আবেদীন বাজারের ডিম বিক্রেতা মো. রুহুল আমিন জানান, পাইকারি বাজারে দাম কম হওয়ায় তার কাছেও ডিমের দাম কমেছে।
তিনি বলেন, আজ আমার কেনা ১২ টাকা ১০ পয়সা করে৷বড় সাইজগুলো আলাদা করে ১৬৫ টাকা ডজন বিক্রি করতেছি। তার চাইতে ছোটটা ১৬০ টাকা ডজন। একেবারে যেটা ছোট, সেটা ১৫০ টাকা ডজন বিক্রি করতেছি৷ অর্থাৎ এই বিক্রেতা ডিম প্রতি ৪০ পয়সা থেকে এক টাকা ৬৫ পয়সা পর্যন্ত মুনাফা নিচ্ছেন।
বাজারে ডিমের দাম কমলেও আগের অবস্থানেই রয়েছে পাড়া-মহল্লার দোকান। ডিমের ডজন বিক্রি হচ্ছে ১৮০ টাকায়৷
মোহাম্মদপুরের মুদি ব্যবসায়ী নিরব হোসেন জানান, আজ (শুক্রবার) ডিম সরবরাহকারী ডিম নিয়ে আসেননি। তার কাছে রয়েছে এক দিন আগের ডিম। যা ১৩ টাকা ৮০ পয়সা দরে তিনি কিনেছেন। ফলে তা ১৮০ টাকা ডজন দরেই তিনি বিক্রি করছেন।
একই তথ্য জানিয়েছেন, মোহাম্মদপুর, আদাবর, মিরপুর-১ নম্বর এলাকার বাসিন্দারা।
কালের আলো/ডিএইচ/কেএ