পুলিশ ও সংবাদকর্মীর ওপর চেক জালিয়াতি মামলার আসামির লোকজনের হামলা
প্রকাশিতঃ 12:45 am | October 19, 2024
ময়মনসিংহ প্রতিবেদক, কালের আলো:
চেক জালিয়াতি মামলার আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশ ও মামলার বাদী সংবাদকর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় দৈনিক আজকের ময়মনসিংহ পত্রিকায় কর্মরত সংবাদকর্মী ও মামলার বাদী তরিকুল হক তাসপি আহত হয়েছেন। শুক্রবার (১৮ অক্টোবর) রাতে এ হামলার ঘটনা ঘটিয়েছেন ময়মনসিংহ মহানগর যুবদল নেতা মোঃ পারভেজ মিয়া। এ ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে।
জানা যায়, ২ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় আদালত গ্রেফতারের নির্দেশ দিলে কোতোয়ালি পুলিশ মামলার বাদী তরিকুল হক তাসপির সহযোগিতায় আসামি মেরাজ আলীকে (৬১) গ্রেফতার করতে যায়। এ সময় কোতোয়ালি থানার এসআই আঃ কাদের, এএসআই হুমায়ুন কবির, এএসআই আবুল হোসেন ও চেক জালিয়াতি মামলার বাদী তরিকুল হক তাসপির ওপর ময়মনসিংহ মহানগর যুবদলের সদস্য মোঃ পারভেজ মিয়ার নেতৃত্বে মো. রায়হান মিয়া, মো. শাওন মিয়া, মো. রিয়াদ মিয়াসহ ৮ থেকে ১০ জন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় সংবাদকর্মী তরিকুল হক তাসপি কোতোয়ালি মডেল থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারিকৃত আসামি মেরাজ আলীকে (৬১) গ্রেফতার করতে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশ ও মামলার বাদীর ওপর দু’দফায় হামলা চালায় পারভেজ মিয়ার নেতৃত্বে স্থানীয় সন্ত্রাসীরা। এ সময় তার সঙ্গে থাকা নগদ ৫০ হাজার ৩০০ টাকা ও অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়। পরে আরেক দফায় বাদীর তরিকুল হক তাসপির বাসায় তাঁরা হামলা চালায় এবং খুন করার হুমকি দিয়ে যায়।
স্থানীয়রা জানায়, এ ঘটনায় পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে। পরে র্যাব ও পুলিশের টিম ওই এলাকায় মহড়া দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সূত্র জানায়, হামলার পরেও ওইদিন ঘটনাস্থল থেকে কোতোয়ালি পুলিশ চেক ডিজঅনার মামলার গ্রেফতারি পরোয়ানা জারিকৃত আসামি নগরীর ৫ নম্বর ওয়ার্ডের ইটাখোলা রোডের প্রয়াত আব্দুল মজিদের ছেলে মেরাজ আলীকে (৬১) গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে গ্রেপ্তারের ১২ ঘন্টার মধ্যে আসামি জামিনে মুক্তি পেয়ে বের হয়ে বীরদর্পে ঘুরে বেড়িয়ে এলাকায় আতঙ্ক ছড়াচ্ছেন।
কালের আলো/এমএএইচ/এএইচ