মিরপুরে ছাত্র-জনতার আন্দোলনের হত্যা মামলার আসামি আশিকুল ইসলাম গ্রেপ্তার

প্রকাশিতঃ 10:22 pm | October 20, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইমন হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আশিকুল ইসলাম শান্তকে (২০) গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রোববার (২০ অক্টোবর) ভোরে রাজধানীর পল্লবীর সেকশন-১১ এলাকার শেখ কামাল স্কুলের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী এই অভিযান পরিচালিত হয়। পরে তাকে পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন জানানো হবে।

যৌথ বাহিনী সূত্র জানায়, গত ২৭ আগস্ট পল্লবী বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিতে প্রাণ হারান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমন হোসেন। এ ঘটনায় নিহতের মা বেবী বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় এজাহার নামীয় ৮৭ নম্বর আসামি আশিকুল ইসলাম শান্ত। সে স্থানীয় এলাকায় ‘কিশোর গ্যাং’ গড়ে তুলে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিলেন। তাঁর গ্রেপ্তারে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

কালের আলো/আরআই/এএইচ