২৮ বছর আগের সোনাঝরা সেই দিনে ফিরে গেলেন আইজিপি অত:পর…
প্রকাশিতঃ 9:12 pm | March 04, 2019
বিশেষ প্রতিবেদক, কালের আলো :
৩৩ বছরের বর্ণাঢ্য পুলিশী চাকরি জীবনে ২৮ বছর আগের সোনাঝরা সেই দিনটিতে ফিরে গেলেন। সময়টা ১৯৯১ সালের ১১ ডিসেম্বর। তিনি তখন অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি)। বাংলাদেশ পুলিশের ওই সময়কার মহাপরিদর্শক (আইজিপি) এনামুল হকের স্টাফ অফিসার।
আরো পড়ুন:
যুদ্ধে জয়ী না হওয়া পর্যন্ত মাদক বিরোধী অভিযান : আইজিপি
সেই দিনগুলোর মধুর স্মৃতিই যেন তাঁর নিজের চোখের সামনে ভেসে উঠলো। স্মৃতিকাতরতায় রীতিমতো আচ্ছন্ন হয়ে পড়লেন বর্তমান পুলিশ প্রধান ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)।
পশ্চিমে হেলে পড়া সূর্যকে সামনে রেখে স্মৃতির দূয়ারে নিজেকে পুরোপুরি সমর্পণ করে বলতে শুরু করলেন বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)।
ইলিশের রাজধানীর এই বাসিন্দা অমৃত মধুর আলো’র পরশে উচ্চারণ করলেন-‘ময়মনসিংহ পুলিশ সমাবেশে এটি আমার দ্বিতীয়বার আসা। প্রথমবার এসেছিলাম অনেক বছর আগে। আমি আইজিপি’র স্টাফ অফিসার হিসেবে যেদিন যোগদান করেছিলাম সেদিনই ছিলো ময়মনসিংহ জেলা পুলিশের সমাবেশ এবং ক্রীড়া প্রতিযোগিতা।
এনামুল হক স্যার তখন আইজিপি ছিলেন। আমাকে বললেন, আজকে বিকেলে আমি ময়মনসিংহ যাচ্ছি। আপনি কি যাবেন আমার সঙ্গে? আমার কাছে সেটি একটি সুযোগ ছিলো। আমি সাথে সাথে সেই সুযোগটি নিলাম।
ময়মনসিংহ পুলিশ লাইন্স মাঠে সেদিন এসেছিলাম, আমার মনে আছে। আজকে আমি অনেক বছর পরে আইজিপি হিসেবে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় এই মাঠেই আবার উপস্থিত হয়েছি।’
সোমবার (০৪ মার্চ) সন্ধ্যার আগ মুহুর্তে জেলা পুলিশ লাইন্সে ময়মনসিংহ জেলা পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরনো সেইদিনের কথা বলতে গিয়ে এমন নস্টালজিক হয়ে ওঠেন দেশপ্রেমিক এই বাহিনীর প্রধান।
প্রমত্তা নদীর স্রোতের উচ্ছ্বাসে নিজেকে ভাসিয়ে ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী নতুনদের জন্য সম্ভাবনার বার্তাও দিলেন। বললেন, ‘আসলে সময় চলে যায়। সময় বয়ে যায়। আমরাও চলে যাবো একদিন।
আজকে যারা নবীন সদস্য পুলিশে যোগদান করেছেন তারা ক্রমান্বয়ে এক সময় সিনিয়র হবেন এবং পুলিশের বিভিন্ন পদসহ সর্বোচ্চ পদ অলংকৃত করবেন।’
সময় এসেছে বঙ্গবন্ধুর স্বপ্নের পুলিশ উপহার দেওয়ার
বঙ্গবন্ধুর স্বপ্নের পুলিশ উপহার দেওয়ার সময় এসেছে বলে মন্তব্য করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, যে পুলিশের স্বপ্ন বঙ্গবন্ধু দেখেছিলেন, আমি মনে করি সেই পুলিশ উপহার দেওয়ার সময় এসেছে।
আমরা চাই সেই পুলিশ হতে যে পুলিশের স্বপ্ন বঙ্গবন্ধু দেখিয়েছিলেন, গরিব-দু:খী মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমরা জনবান্ধব পুলিশ হবো, জনগণের পুলিশ হবো।’
সেই প্রত্যাশা রেখে আমরা মানুষের পাশে দাঁড়াবো। মানুষের আস্থা, নির্ভরতা ও বিশ্বাসের প্রতীক হবে বাংলাদেশ পুলিশ। সবাই যেন বলতে পারে, যে কোন প্রয়োজনে বাংলাদেশ পুলিশকে আমরা পাশে পাই। আমি সেইদিনের প্রত্যাশায় আছি।
মানুষের মন জয় করতে চায় পুলিশ
সার্বিকভাবে পুলিশ মানুষের মন জয় করতে চায় বলে সাফ জানিয়ে দিয়েছেন পুলিশ প্রধান। তিনি বলেছেন, গত ক’বছরে বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী পুলিশের সার্বিক সক্ষমতা বৃদ্ধির জন্য এবং সর্বোপরি পুলিশকে জনবান্ধব করতে কার্যকরী উদ্যোগ নিয়েছেন।
পুলিশকে বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী
পুলিশের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস স্থাপনের জন্য প্রধানমন্ত্রী যেভাবে পুলিশকে তৈরি করেছেন আমি মনে করি আগের তুলনায় সেই জনবান্ধব পুলিশ অনেক বদলে গিয়েছে, বলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)। আগের পুলিশ আর এখনকার পুলিশের মধ্যে অনেক পার্থক্য রয়েছে জানিয়ে তিনি বলেন, মানুষ ডাকলেই এখন যে কোন সময় পুলিশকে পাশে পাচ্ছে।
আমরা চাই পুলিশ সার্বিকভাবে মানুষের মন জয় করুক এবং তাদের পাশে দাঁড়াক। যে কোন প্রয়োজনে পুলিশ যাতে মানুষ প্রতি বিশ্বাস ও আস্থা স্থাপন করতে পারেন আমরা সেই জায়গাটিতেই যেতে চাই।
ওসিদের জন্য কঠোর বার্তা
ময়মনসিংহের প্রতিটি থানার অফিসার ইনচার্জদের (ওসি) কঠোর নির্দেশনা প্রদান করে আইজিপি বলেন, ‘এখানে যে পুলিশ ইন্সপেক্টররা রয়েছেন, যারা ওসি আছেন তাদেরকে বলছি, থানাগুলোকে মানুষের নির্ভরতার প্রতীক হিসেবে গড়ে তুলতে হবে। পুলিশের আস্থা ও সেবা দেওয়ার প্রতীক হিসেবে গড়ে তোলবেন।
যাতে মানুষ নির্ভাবনায় নিশ্চিতে আপনাদের কাছে আসতে পারে, তাদের মনের কথা বলতে পারে, তাদের দু:খের কথা জানাতে পারে, সেই ব্যবস্থা করতে হবে।
সুশৃঙ্খল, সুন্দর প্রতিটি ইভেন্ট
পুলিশ লাইন্সের মাঠে আয়োজিত অনুষ্ঠানটি ছিলো চমৎকার ও উপভোগ্যকর, এমনটি জানিয়ে আইজিপি বলেন, এই ক্রীড়া প্রতিযোগিতা ও সমাবেশের প্রতিটি ইভেন্ট এবং ডিসপ্লে ছিলো খুবই মনোমুগ্ধকর। এক কথায় প্রতিটি ইভেন্ট ছিলো খুবই সুশৃঙ্খল, সুন্দর এবং সময়োপযোগী।
ডিসপ্লেতে বেশ কিছু ম্যাসেজ ছিলো যেটি আপনারা দেখেছেন। প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু’র স্মৃতিচারণসহ বাংলাদেশ পুলিশের আধুনিকায়নে তাদের অবদান এবং ৭১ পরবর্তী পুলিশের ভূমিকাসহ সবকিছু ডিসপ্লেতে উঠে এসেছে। ৯৯৯, ওয়ান স্টপ, ক্রাইসিস সেন্টার, বিভিন্ন জিনিসের ডিসপ্লে এটিও পুলিশের বদলে দেওয়ার একেকটি অধ্যায়।
এই অনুষ্ঠানে আইজিপি পত্নী ও পুনাক’র কেন্দ্রীয় সভানেত্রী মিসেস হাবিবা জাবেদ, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
কালের আলো/এএ