তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির চারটি মামলা বাতিল
প্রকাশিতঃ 4:21 pm | October 23, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
২০০৭ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় চাঁদাবাজির অভিযোগে করা চারটি মামলা বাতিল করে দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে এ আদেশ দেন হাইকোর্ট।
এদিন আদালতে তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।
২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা দায়ের করা হয়েছিল বলে আইনজীবীরা জানান।
কালের আলো/ডিএইচ/কেএ