চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী জাকির সর্দার গ্রেপ্তার
প্রকাশিতঃ 8:40 pm | October 27, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর মিরপুর এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী অস্ত্রবাজ জাকির সর্দারকে (৩৫) গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী। শনিবার (২৬ অক্টোবর) রাজধানীর পল্লবী সিরামিকস রোড এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাকির মিরপুরের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আবার এই ব্যক্তি রাজধানীর মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইমন হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামিও।
যৌথ বাহিনীর হাতে গ্রেপ্তারের পর তাকে পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
যৌথ বাহিনী সূত্র জানায়, গত ২৭ আগস্ট পল্লবী বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিতে প্রাণ হারান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমন হোসেন। এ ঘটনায় নিহতের মা বেবী বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় এজাহারভুক্ত আসামি জাকির সর্দার। সে স্থানীয় এলাকায় মামুনের ‘কিশোর গ্যাং’ এর মাধ্যমে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে। তাঁর গ্রেপ্তারে খুশি এলাকার মানুষ।
কালের আলো/এমএএইচ/এমকে