দক্ষ, সৎ ও বিশ্বস্তদের নৌ ও বিমান বাহিনীর নেতৃত্বে আনতে গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার
প্রকাশিতঃ 10:51 pm | October 27, 2024
কালের আলো রিপোর্ট :
সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধনের ২১ দিন পর এবার চলতি বছরের বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস। তিনি সৎ, দক্ষ, বিশ্বস্ত ও নেতৃত্বের গুণাবলীতে অনন্য অফিসারদের উচ্চতর পদোন্নতির বিষয়ে কার্যকর দিকনির্দেশনা প্রদান করেছেন। সৎ, নীতিবান ও নেতৃত্বের অন্যান্য গুণাবলি সম্পন্ন অফিসাররাই উচ্চতর পদোন্নতির দাবিদার বলেও মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনী আজ শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও অত্যন্ত সুশৃঙ্খল, দক্ষ এবং পেশাদার বাহিনী হিসেবে মর্যাদা লাভ করেছে। আত্মত্যাগ ও কর্তব্যনিষ্ঠা বাংলাদেশের জন্য বয়ে এনেছে বিরল সম্মান ও মর্যাদা, যা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকেও অত্যন্ত উজ্জ্বল করেছে। স্বভাবতই প্রধান উপদেষ্টা দেশপ্রেমিক এই দু’বাহিনীর প্রশংসা করেছেন। তিনি কৃতজ্ঞচিত্তে উচ্চারণ করেছেন- ‘দেশের ক্রান্তিলগ্নে বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ফলে বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী আবারও দেশের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে।’
রবিবার (২৭ অক্টোবর) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৪’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লীডার পদবির যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন বলে জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
এর আগে প্রধান উপদেষ্টা ড.ইউনূস বিমান বাহিনী সদর দপ্তরে এসে পৌঁছলে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন তাকে স্বাগত জানান। এ সময় প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব:) আব্দুল হাফিজ ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানসহ নৌবাহিনী ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইএসপিআর জানায়, শত কর্মব্যস্ততার মাঝেও উপস্থিত হয়ে নির্বাচনী পর্ষদ উদ্বোধন করায় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এই দু’বাহিনীর নির্বাচনী পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো.আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।
নৌবাহিনী ও বিমান বাহিনীর ভবিষ্যৎ জ্যেষ্ঠ নেতৃত্বের জন্য যোগ্যদের পদোন্নতি
সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি বছর বাংলাদেশ নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ এর সভাটি দু’বাহিনীর জন্য বেশ গুরুত্বপূর্ণ। দু’বাহিনীর সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই পর্ষদের মাধ্যমে নৌবাহিনী ও বিমান বাহিনীর ভবিষ্যৎ জ্যেষ্ঠ নেতৃত্বের জন্য যোগ্য ও দক্ষ অফিসারেরা সরকারের অনুমোদন সাপেক্ষে পদোন্নতি পান। নিজেদের জ্ঞান ও প্রজ্ঞায় নির্বাচনী পর্ষদ আগামীতে যারা দক্ষতার সঙ্গে নৌবাহিনী এবং বিমান বাহিনী পরিচালনা করবে তাদের নির্বাচিত করবেন। যোগ্য এবং গ্রহণযোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে ভবিষ্যতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দক্ষরা পদোন্নতি পেয়ে নিজেদের বাহিনী পরিচালনার দায়িত্ব পাবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাবে বলেও মনে করেন প্রধান উপদেষ্টা।
জাতির অগ্রযাত্রায় নৌবাহিনী ও বিমান বাহিনীকে পাশে চান প্রধান উপদেষ্টা
জাতির এই অগ্রযাত্রায় নৌবাহিনী ও বিমান বাহিনী বরাবরের মতো দক্ষতার সঙ্গে জনগণের পাশে থাকবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা ড.ইউনূস। বিগত দিনে যেমন সহযোগিতা পেয়েছে আগামীতেও যেন জনগণ তা পায় এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। দক্ষতার সহিত নেতৃত্ব দিতে এবারের পরিচালনা পর্ষদকে সঠিকভাবে দায়িত্ব পালনেরও আহ্বান জানান। নানা প্রতিকূলতা সত্ত্বেও সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতে এ ধারা বজায় রাখার আহ্বান জানিয়ে এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, ‘সম্প্রতি নানা প্রতিকূলতা মধ্যেও আপনারা যেভাবে অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন, তা প্রকৃতপক্ষে পেশাদারিত্ব বহন করে। ভবিষ্যতেও সেটা বজায় থাকবে বলে দৃঢ় বিশ্বাস রাখি।’
ছাত্র আন্দোলনে নিহত সকল শহিদকে গভীর শ্রদ্ধায় স্মরণ, নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্বারোপ
পদোন্নতি পর্ষদের মূল্যবান বক্তব্যে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস ছাত্র-জনতার বিপ্লবে সৃষ্ট বাংলাদেশে সবাইকে স্বাগত জানান। এসময় তিনি গভীর শ্রদ্ধায় জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহিদকে স্মরণ করেন। তিনি আরও স্মরণ করেন মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনীর শহিদসহ সকল বীর সেনানীদের যাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার মান, সততা, বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও সৎ, নীতিবান এবং নেতৃত্বের অন্যান্য গুণাবলি সম্পন্ন অফিসাররাইই উচ্চতর পদোন্নতির দাবিদার বলে তিনি মন্তব্য করেন। এছাড়া যেসব অফিসার সামরিক জীবনের বিভিন্ন কর্মকাণ্ডে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন সেইসব অফিসারদেরকে পদোন্নতির জন্য নির্বাচন করতেও তিনি নির্দেশনা প্রদান করেন।
প্রধান উপদেষ্টার প্রতি নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন
নৌবাহিনী এখন একটি অত্যাধুনিক, যুগোপযোগী ও ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে ওঠছে। বিমান বাহিনীর আধুনিকায়নে সংযোজিত হয়েছে অত্যাধুনিক যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, বিভিন্ন ধরনের র্যাডার, ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র, মনুষ্যবিহীন আকাশযান এবং মোবাইল গ্যাপ ফিলার র্যাডার। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন পৃথকভাবে প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান মনে করেন, সশস্ত্র বাহিনীর ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা ড.ইউনূসের ব্যক্তিগত সম্পৃক্ততা ও দিকনির্দেশনা নৌ সদস্যদের কর্মস্পৃহা ও মনোবল বৃদ্ধি করেছে। তিনি নৌবাহিনীর জন্য দক্ষ, সৎ ও উন্নত গুণাবলীর নেতৃত্ব নির্বাচনের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁনও পদোন্নতির ক্ষেত্রে কর্মকর্তাদের মেধা, দক্ষতা ও পেশাদারিত্বের পাশাপাশি দেশপ্রেমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানান।
অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা নৌবাহিনী ও বিমান বাহিনীর উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোকচিত্রে অংশগ্রহণ করেন এবং পরিদর্শন বইয়ে তাঁর মূল্যবান মন্তব্য লিপিবদ্ধ করেন। পরবর্তীতে তিনি বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গনে একটি ফলজ বৃক্ষের চারা রোপণ করেন বলে জানায় আইএসপিআর।
কালের আলো/এমএএএমকে