টু-শব্দটি করেননি অভিষেক-ঐশ্বরিয়া

প্রকাশিতঃ 6:44 pm | October 31, 2024

বিনোদন ডেস্ক, কালের আলো:

অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদ গুঞ্জনের নেপথ্য কারণ হিসেবে উঠে এসেছিল শাশুড়ি-ননদের সঙ্গে তিক্ততার খবর। এই ইস্যুকে পেছনে ফেলে এগিয়ে আছে অভিষেকের পরকীয়ার গুঞ্জন। নিমরত কৌরের সঙ্গে নাম জড়িয়েছে তার। এ নিয়ে টু-শব্দটি করেননি অভিষেক- ঐশ্বরিয়া।

এদিকে ২০১৪ সালে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছিল অভিষেক-ঐশ্বরিয়ার। সেবার কিন্তু নীরব ছিলেন না অভিষেক। সমস্ত জল্পনায় নিজেই জল ঢেলেছিলেন। টুইটারে একটি পোস্ট করে মুখ বন্ধ করেছিলেন অনেকের। অনুরাগীদের অনুরোধ করেছিলেন, কোনোভাবেই তারা যেন গুজবে কান না দেন।

অভিষেক খোঁচা দিয়ে টুইট করেছিলেন, “আচ্ছা বুঝলাম! আমার বিবাহবিচ্ছেদ হচ্ছে তার মানে। আমাকে বিষয়টা জানানোর জন্য ধন্যবাদ। আমি ফের কবে বিয়ে করছি, সেটাও দয়া করে জানাবেন আমাকে।” অভিষেকের এই পোস্টে বন্ধ হয়েছিল সমস্ত গুজব।

দশ বছর পর ফের বিচ্ছেদের গুঞ্জন উঠেছে অভিষেক- ঐশ্বরিয়ার। ২০০৭ সালে বচ্চন পরিবারের বউ হন ঐশ্বরিয়া। প্রথম দিন থেকেই স্বামী অভিষেকের পদবি জুড়েছেন নিজের নামের সঙ্গে। হয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। দেড় দশক কেটে গেছে তাদের দাম্পত্যের।

কালের আলো/ডিএইচ/কেএ