অঞ্জন-তমার ‘দুই বন্ধু’র খবর কী? 

প্রকাশিতঃ 6:36 pm | November 02, 2024

বিনোদন প্রতিবেদক, কালের আলো:

গত বছরের সেপ্টেম্বরে গান শোনাতে ঢাকা আসেন অঞ্জন দত্ত। পাশাপাশি দেন বাংলাদেশের ওটিটি মাধ্যমের জন্য ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা। সময় ক্ষেপন করেননি গায়ক। তমা মির্জাকে সঙ্গী করে বানিয়ে ফেলেন ‘দুই বন্ধু’ নামের একটি ওয়েব সিরিজ।

এদিকে অঞ্জনের ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা শুনেই অনুরাগীরা উদ্বাহু নৃত্য শুরু করেন। প্রিয় গায়কের নির্মাণ দেখার অপেক্ষায় প্রহর গুনতে থাকেন। তাদের অপেক্ষা আজও শেষ হয়। সেপ্টেম্বরে শোনা গেলেও এখনও মুক্তি পায়নি সিরিজটি। কবে মুক্তি পাবে অঞ্জনের ‘দুই বন্ধু’? উত্তর খুঁজছেন অনেকে।

উত্তর নেই অঞ্জন দত্তের কাছেও। বলেন, ‘কবে মুক্তি পাবে জানি না। এরমধ্যে আমার সঙ্গে প্রযোজনা সংস্থার যোগাযোগও হয়নি। আসলে এ বছর বাংলাদেশ জটিলতার (পট পরিবর্তন, বন্যা) মধ্য দিয়ে গেছে। সে কারণেই সম্ভবত এই বিলম্ব।’

অঞ্জন সীমানার ওপার থেকে যেটুকু বললেন তমা এপারে থেকে সেটুকুও বললেন না। তার কথায়, ‘এ বিষয়ে জানি না। বিঞ্জের কাছে জিজ্ঞেস করুন।’

অভিনেত্রীর দেখানো পথে যোগাযোগ করা হয় প্রযোজনা সংস্থা বিঞ্জের সঙ্গে। দেশের রাজনৈতিক ও বন্যা পরিস্থিতিকে বিলম্বের কিছুটা দায় দিলেন কনটেন্ট স্পেশালিস্ট ইসরাত জাহান। এরপর বললেন, ‘‘সিরিজটি মুক্তির তারিখ চূড়ান্ত হয়নি। আপাতত আসছে না বলেই আমরা কিছু জানাইনি। পরিকল্পনা আছে আগামী বছর মুক্তির দেওয়ার। তবে দিনক্ষণ নির্ধারণ করা হয়নি। এছাড়া আমাদের পাইপলাইনে বেশকিছু কাজ ছিল। ভিকি জাহেদ, রায়হান রাফীর কন্টেন্ট। সেসব ক্লিয়ার করে বড় কিছু নিয়ে এগুতে চাচ্ছিলাম। সব মিলিয়ে নতুন বছর বড় আয়োজনের মাধ্যমে ‘দুই বন্ধু’ মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে।’’

জানা গেছে, ‘দুই বন্ধু’র গল্প দুজন বন্ধুর মিউজিক্যাল জার্নির। থাকছে অঞ্জন দত্তের ৬টি অপ্রকাশিত গান। তমাকে দেখা যাবে কর্পোরেট চাকুরে তরুণীর চরিত্রে। অভিনয় করেছেন অঞ্জনও। আরও আছেন সুপ্রভাত, শাওন চক্রবর্তী প্রমুখ।

কালের আলো/ডিএইচ/কেএ