সেনাবাহিনীর উদ্যোগে দখলবাজদের থাবামুক্ত মিরপুরের মাজার রোড সড়ক

প্রকাশিতঃ 8:33 pm | November 02, 2024

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

রাজধানীর মিরপুরের ব্যস্ততম ৮ লেনের মাজার রোড সড়ক। বিভিন্ন যানবাহনের অবৈধ স্ট্যান্ড আর দোকানপাটে রীতিমতো ‘দুর্গম’ হয়ে ওঠেছিল রাজধানীর নগরীর গুরুত্বপূর্ণ এই মোড়টি। দখলবাজদের ভয়ঙ্কর থাবায় আটলেনের সড়কটি গিয়ে ঠেকেছিল চারলেনে। দিনের পর দিন, মাসের পর মাস দখলবাজির খপ্পর থেকে মিলেনি নিস্তার। অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীর কার্যকর উদ্যোগে এখান থেকে উচ্ছেদ হয়েছে ভ্রাম্যমাণ নানান দোকান আর অবৈধ সব স্ট্যান্ড। যানজটে ঠাসা এই মোড়টিতে দুর্ভোগ-ভোগান্তির অবসান হয়েছে। সরেজমিনে সড়কটিতে ঘুরে দেখা গেছে এমন চিত্রের।

জানা যায়, মিরপুর-১ নম্বরের সনি স্কয়ার থেকে শাহ আলীর মাজার পর্যন্ত সড়কটি নানা কারণেই গুরুত্বপূর্ণ। কিন্তু এই সড়কটি দখলের পর রীতিমতো গিলতে বসেছিল বিভিন্ন অবৈধ দোকান, সিএনজি, লেগুনা, বাস ও রিকশা স্ট্যান্ড। সড়কটির এখানে-সেখানে ভ্রাম্যমাণ দোকানে সড়ক সংকীর্ণ হয়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। সড়কে হেঁটে চলারও কোন জো ছিল না। জনসাধারণের নিত্য দুর্ভোগের এই চিত্র নজরে আসে মিরপুর-১ এলাকায় মোতায়েনকৃত সেনাবাহিনীর সদস্যদের। তাঁরা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট, মিরপুর ট্রাফিক পুলিশ ও মিরপুর বিভাগের পুলিশকে সঙ্গে নিয়ে গত অক্টোবরের শুরু থেকেই স্থানীয় মার্কেট কর্তৃপক্ষ, ভ্রাম্যমাণ ব্যবসায়ী ও বিভিন্ন যানবাহনের স্ট্যান্ডের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। এরপর শুরু হয় উচ্ছেদ অভিযান। কিন্তু উচ্ছেদের পরই আবারও পুরনো স্টাইলে চলে দখলবাজি। এ যেন যৌথ বাহিনীর সঙ্গে দখলবাজদের ‘ইঁদুর-বিড়াল’ খেলা! অবশেষে প্রায় দু’সপ্তাহের প্রাণান্তকর প্রচেষ্টার পর দখলবাজদের পুরোপুরি থাবামুক্ত হয় মিরপুরের মাজার রোড সড়ক।

গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় এক ঘন্টা রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কে অবস্থান করেন এই প্রতিবেদক। কথা বলেন স্থানীয় পথচারী, বিভিন্ন যানবাহনের যাত্রীসহ এলাকার বাসিন্দাদের সঙ্গে। তাঁরা জানান, দীর্ঘদিনের পুঞ্জিভূত সমস্যার সমাধানে কৃতিত্ব দেখিয়েছে সেনাবাহিনী। তাদের তৎপরতায় স্থায়ী-ভাসমান অবৈধ দোকান ও বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড উচ্ছেদ হয়েছে। এখন নির্বিঘ্নে যান চলাচল হচ্ছে। পথচারীরাও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন। এতে করে দুর্ঘটনার শঙ্কাও কমেছে।

জানা যায়, সড়ক ও ফুটপাত গাড়ি এবং পথচারী চলাচলের জন্য; নানা কিসিমের পসরা সাজিয়ে বসার জন্য নয়। এখানে গাড়ির চালক ও পথচারী-উভয়ের নিরাপত্তা এবং স্বাচ্ছন্দ্যই একমাত্র বিবেচ্য। সভ্য বিবেচনা বলবে, সেখানে আর কারও দাবি প্রাধান্য পেতে পারে না। কিন্তু দেশের বিভিন্ন এলাকার মতোই মিরপুর-১ নম্বরের মাজার রোড সড়কটি দীর্ঘদিন যাবত যন্ত্রণার উদাহরণ হয়ে ওঠেছিল। মানবিক দিক বিবেচনায় এখনও ফুটপাত দখলমুক্ত করা সম্ভব না হলেও সড়ক থেকে বেআইনি দোকান ও বিভিন্ন স্ট্যান্ড উচ্ছেদের বিষয়ে কোন আপোস করা হয়নি। সেনাবাহিনীর সময়োপযোগী এই ভূমিকায় স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

সেনাবাহিনী সূত্র জানায়, স্থানীয় মিরপুরের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মাজার রোড সড়ক দখলমুক্ত করা সম্ভব হয়েছে। নগরবাসীর দুর্ভোগ দূর করার পাশাপাশি সুষ্ঠু চলাচল নিশ্চিত করতেই সড়ক দখলমুক্ত রাখতে এই উদ্যোগ নেওয়া হয়। এর মধ্য দিয়ে নগরের দীর্ঘদিনের একটা সমস্যা দূর হয়েছে। বিষয়টি তাঁরা সার্বক্ষণিক নজরদারিতে রেখেছেন এবং এজন্য সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন সেনা সদস্যরা।

কালের আলো/এমএএএমকে