হকিতে শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে বিএএফ শাহীন কলেজ ঢাকা 

প্রকাশিতঃ 8:27 pm | November 07, 2024

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো:

ক্রিকেট ও ফুটবলের পরই বাংলাদেশের সম্ভাবনাময় খেলা হকি। কালের বিবর্তনে হকির জনপ্রিয়তায় ভাটা পড়লেও ঠিকই হকিকে গুরুত্ব দিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। বাহিনীটির শাহীন কলেজসমূহকে নিয়ে প্রতি বছরই আয়োজন করা হয় আন্তঃশাহীন হকি প্রতিযোগিতা। কঠিন সব চ্যালেঞ্জ মোকাবিলা করে বারবার সাফল্য ছুঁয়ে দেখছে এই প্রতিযোগিতা। হকিতে পুনর্জাগরণের মন্ত্র দিতে এবারও আয়োজন করা হয় ৪ দিনব্যাপী প্রতিযোগিতা। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) চূড়ান্ত খেলায় চ্যাম্পিয়ন হয়ে আবারও সবাইকে তাক লাগিয়ে দিয়েছে বিএএফ শাহীন কলেজ ঢাকা। এর মাধ্যমে তাঁরা প্রমাণ করেছে বিমান বাহিনীর শাহীন কলেজগুলোর হকি দলগুলোর মধ্যে তাঁরাই সেরা।

এদিন বিএএফ শাহীন কলেজ ঢাকা এর হকি টার্ফ-এ অনুষ্ঠিত চূড়ান্ত খেলা উপভোগের পর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক এবং বিএএফ সেমস এর পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার। দেশের খেলা প্রিয় তরুণ প্রজন্মকে হকিতে উৎসাহিত করতে এবং খেলাটির সোনালী দিন ফিরিয়ে আনতে এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি। এ সময় বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীরা ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমান বাহিনী শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের তত্ত্বাবধানে গত রবিবার (৩ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (০৭ নভেম্বর) এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত খেলায় বিএএফ শাহীন কলেজ ঢাকা ৬-২ গোলে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় অনবদ্য নৈপুণ্য প্রদর্শনের জন্য বিএএফ শাহীন কলেজ ঢাকা এর মোঃ আব্দুল কাদের জীলানি শ্রেষ্ঠ খেলোয়াড় বিবেচিত হন এবং বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলা এর মারুফ হাসান দিপু সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করে।

হকিতে বারবার নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে বিএএফ শাহীন কলেজ ঢাকা। প্রতি বছর শাহীন কলেজসমূহকে নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখিয়েছে কলেজটি। কাকতালীয়ভাবে বেশ কয়েকবার চূড়ান্ত খেলায় তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে হিসেবে পেয়েছে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলাকে। বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২০১৬ সালের ২৭ অক্টোবর বিএএফ শাহীন কলেজ ঢাকা ৬-০ গোলে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলাকে পরাস্ত করে চ্যাম্পিয়ন হয়। একই রকম ঘটনা ঘটে ২০২২ সালের ৩০ অক্টোবরও। ওইবারও বিএএফ শাহীন কলেজ ঢাকা ৩-১ গোলে বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলাকে উড়িয়ে দিয়ে শেষ হাসি হাসে। ফলত হকি মানেই যেন অপ্রতিরোধ্য বিএএফ শাহীন কলেজ ঢাকা এর জয়জয়কার।

কালের আলো/এমএএএমকে