ভুয়া আওয়াজ দিয়ে দেশের মানুষকে আর দ্বিধাগ্রস্ত করতে পারবেন না: ফারুক

প্রকাশিতঃ 3:46 pm | November 10, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো: 

আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, শেখ হাসিনা বিদায় নিলেও তার প্রেতাত্মাদের দিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে। আজকে নাকি আওয়ামী লীগ মিছিল নিয়ে বের হবে কিন্তু দুঃখজনক বিদেশে বসে ভাঁওতাবাজি করে জনগনণকে একত্র করতে পারবেন না।

ভুয়া আওয়াজ দিয়ে বাংলাদেশের মানুষকে আর দ্বিধাগ্রস্ত করতে পারবেন না।

রোববার (১০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির উদ্যোগে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

ফারুক বলেন, আমরা ৭১ এ দেশ স্বাধীন করেছিলাম কারণ আমরা শোষিত হতে চাইনি। আমরা শোষণ চাই না আমরা চাই গণতান্ত্রিক দেশ।

আমরা চাই বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বাস করুক। গণতান্ত্রিক অবস্থায় তারা যেন গণতন্ত্রের কথা বলতে পারেন।

কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার পর থেকে ষড়যন্ত্র চলছেই। যারা ক্ষমতায় এসেই রক্ষীবাহিনী তৈরি করেছে, বাংলাদেশের সংবিধান তছনছ করে একদল কায়েম করেছে তারা বাংলাদেশের স্বাধীনতা চেয়েছেন কিনা প্রশ্ন উঠেছে।

তিনি আরও বলেন, বড় বড় কথা বলে যারা ১৬ বছর দেশ শাসন করলেন তারা এখন কোথায়? আওয়ামী লীগ সংবিধান তছনছ করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছেন। সব প্রতিষ্ঠানগুলোকে নিজদলীয় আড্ডাখানায় পরিণত করেছেন শেখ হাসিনা৷

এ সময় অন্তর্বর্তী সরকারের কাছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে দ্রুত রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি তারা যেন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে। সংস্কারের নামে বিলম্ব না করারও আহ্বান জানান তিনি।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এস এম শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি স্বনির্ভর বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মীর আমির হোসেন আমুসহ আরও অনেকে।

কালের আলো/ডিএইচ/কেএ