ফ্যাসিস্ট বিরোধের পুরস্কার হিসেবে মন্ত্রিত্ব প্রয়োজন নেই: ফারুকী
প্রকাশিতঃ 5:33 pm | November 11, 2024
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আমি কত বড় ফ্যাসিস্টবিরোধী এটার পুরস্কার হিসেবে মন্ত্রিত্ব প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারয়ার ফারুকী।
তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থানের পুরস্কার হিসেবে মন্ত্রিত্ব করতে আসেননি। আমাকে কাজ দিয়ে বিবেচনা করবেন আপনারা।
সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে প্রথম অফিসে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।
বলা হচ্ছে আপনার চেতনা ৫ আগস্টের সঙ্গে ছিল না। ছাত্র সমন্বয়করা আপনার সমালোচনা করছেন। এটা আপনি কীভাবে দেখছেন- জানতে চাইলে মোস্তফা সারয়ার ফারুকী বলেন, আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। আমার অবস্থান কী আমি কী করি, আমি কী করেছি, আমার গত ১৫ বছরের ফেসবুক ঘাটলে দেখা যাবে। শুধু দু-চারটি পোস্ট ঘাটবেন না, সব ঘাটেন। আমার সিনেমাগুলো দেখলেও বোঝা যাবে আমার অবস্থান কি?’
তিনি বলেন, ফ্যাসিস্টের পক্ষে আমার অবস্থান, এটা একটা অবিশ্বাস্য কথা। এটা নিয়ে উত্তর দেওয়ারও প্রয়োজন নেই। আমার লেখাগুলো পড়েন। এই চেতনা লইয়া আমরা কি করব- ২০১৪ সালে লিখেছি, যেদিন থেকে ফ্যাসিজমের সূচনা হয়েছিল শাহবাগে, পড়ে দেখেন। এছাড়া ‘কিন্তু এবং যদির খোঁজে’ নামে একটা লেখা লিখেছিলাম ২০১৫-তে।
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা বলেন, ফ্যাসিজমের বিরুদ্ধে আমার অবস্থান ছিল কিনা- সেটার পুরস্কার হিসেবে তো আমি মন্ত্রিত্ব করতে আসিনি। আমি কাজটি করতে পারব কিনা, সেটা গুরুত্বপূর্ণ। যারা আমাকে বিশ্বাস করেছে আমি কাজটি করতে পারব। তখন আমি চিন্তা করলাম, আমি পারবো কিনা। আমি যখন ভাবলাম হ্যাঁ, হয়তো পারব। তখনই এসেছি।
তিনি বলেন, আমি মনে করি আওয়ার টিম ইজ গ্রেট। আমরা সামনে একটা মিটিংয়ে বসব। সেখানে আমরা ব্রেইন স্ট্রিমিং করব- আমরা কী কী করতে পারি। আমরা চলে যাওয়ার পরে যাতে বলতে পারি- দৃশ্যমান কিছু করেছি। সেটা রেডি হওয়ার পর আমরা প্রধান উপদেষ্টা মহোদয়ের সামনে উপস্থাপন করব।
তিনি আরও বলেন, সেটা অনুমোদন পাওয়ার পর আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারাও জানবেন। আমরা রোড ম্যাপ কী দিয়েছি, আমরা কী কী করতে চাই। আমরা চলে যাওয়ার দিন আপনারা বিচার করতে পারবেন আমরা কয়টায় সফল হয়েছি, কয়টায় ব্যর্থ হয়েছি। যেগুলোতে ব্যর্থ হয়েছি সেগুলোর জন্য আমরা ক্ষমা চেয়ে নেব।
কালের আলো/ডিএইচ/কেএ