স্বতন্ত্র ইউনিট হিসেবে আর্মি এয়ার ডিফেন্স কোরের যাত্রা শুরু, দেশসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনের আহ্বান সেনাপ্রধানের
প্রকাশিতঃ 10:35 pm | November 11, 2024
বিশেষ সংবাদদাতা, কালের আলো:
বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথমবারের মতো স্বতন্ত্রভাবে যাত্রা শুরু করেছে আর্মি এয়ার ডিফেন্স কোর। সোমবার (১১ নভেম্বর) চট্টগ্রামের হালিশহর আর্টিলারী সেন্টার ও স্কুলে এই কোরের উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সেনাবাহিনীর রেজিমেন্ট অব আর্টিলারির ৪৩তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনের মধ্যে দিয়ে এই যাত্রা শুরু হয়।
এতে একজন ইউনিট অধিনায়ক, একজন মহিলা অফিসার, জ্যেষ্ঠ মাস্টার ওয়ারেন্ট অফিসার এবং একজন সৈনিককে শোল্ডার টাইটেল ও ক্যাপ ব্যাজ প্রদান করেন সেনাপ্রধান। তিনি এডহক আর্মি এয়ার ডিফেন্স পরিদপ্তরের পরিচালকের হাতে নবগঠিত ‘আর্মি এয়ার ডিফেন্স কোর’ এর পতাকা হস্তান্তর করেন। অনুষ্ঠানে সেনাবাহিনীর সকল আর্টিলারি ব্রিগেডের কমান্ডার এবং আর্টিলারি ইউনিটসমূহের অধিনায়করা উপস্থিত ছিলেন।
এর আগে সেনাপ্রধান চট্টগ্রামের হালিশহর আর্টিলারী সেন্টার ও স্কুলে এসে পৌঁছলে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জিওসি লেফটেন্যান্ট জেনারেল মো.মাইনুর রহমান, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও চট্টগ্রামের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান ও আর্টিলারি সেন্টার ও স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল এ এফ এম আতিকুর রহমান তাকে অভ্যর্থনা জানান।
সম্মান ও গৌরব এই মূলমন্ত্র ধারন করে রেজিমেন্ট অব আর্টিলারির সদস্যরা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ শিকারে অঙ্গীকারাবদ্ধ উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘রেজিমেন্ট অব আর্টিলারির প্রতিটি সদস্য আগামী দিনে দেশসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।’
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাৎসরিক অধিনায়ক সম্মেলনে সেনাবাহিনী প্রধান উপস্থিত রেজিমেন্ট অব আর্টিলারির অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে নিজের বক্তব্যে রেজিমেন্ট অব আর্টিলারির গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় অবদানের কথা উল্লেখ করেন। একই সঙ্গে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকার জন্য রেজিমেন্ট অব আর্টিলারির সকল সদস্যদের প্রতি তিনি আহবান জানান। রেজিমেন্ট অব আর্টিলারির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এই রেজিমেন্টের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়েও আলোকপাত করেন সেনাপ্রধান।
আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান চট্টগ্রামের ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোড সংলগ্ন খিল্লাপাড়ায় ৫০০ শয্যা বিশিষ্ট চট্টগ্রামের আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই হাসপাতাল নির্মাণ সুদক্ষ চিকিৎসক তৈরীর পাশাপাশি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের উন্নত চিকিৎসা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
কালের আলো/এমএএইচইউ