দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আলোচনায় সেনাপ্রধান ও সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার

প্রকাশিতঃ 9:29 pm | November 12, 2024

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। উভয় পক্ষই মনে করছে, বাংলাদেশ ও সিঙ্গাপুর একসঙ্গে কাজ করবে। বন্ধুত্বপূর্ণ দু’দেশের মধ্যে পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা এবং সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক বিকাশ লাভ করেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর সঙ্গে সেনাসদরে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো এর সৌজন্য সাক্ষাতকালে সম্পর্ক উন্নয়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। বৈঠককালে তাঁরা দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।

কূটনৈতিক সূত্র জানায়, দক্ষিণ-পূর্ব এশিয়ার ধনী দেশ সিঙ্গাপুর ১৯৭২ সালে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। দেখতে দেখতে কূটনৈতিক সম্পর্কের অর্ধশত বছর পার হয়েছে। দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক একটি অর্থবহ এবং পারস্পরিকভাবে উপকারী উপায়ে ক্রমাগত বৃদ্ধি এবং সমৃদ্ধ হয়েছে প্রতিনিয়ত।

  • পারস্পরিক কুশলাদি বিনিময়, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা
  • সামরিক সহযোগিতা বৃদ্ধি ও প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের ওপর আলোকপাত
  • যৌথ মহড়া পরিচালনার ওপর গুরুত্বারোপ

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সাক্ষাতকালে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। তাঁরা সামরিক সহযোগিতা বৃদ্ধি, যৌথভাবে হাসপাতাল নির্মাণ ও পরিচালনার মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ ও সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রশিক্ষণার্থী বিনিময়ের ওপর আলোকপাত করেন। একই সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা, সন্ত্রাসবাদ প্রতিরোধ, স্পেশাল ফোর্সেস অভিযান ইত্যাদি বিষয়ে যৌথ মহড়া পরিচালনার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।

কালের আলো/এমএএএমকে