কর্মসূচি নির্ধারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভা আজ

প্রকাশিতঃ 2:49 pm | November 13, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ ও কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধি উদ্দেশ্য নিয়ে সভা ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি।

বুধবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩ টায় প্লাটফর্মটির কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ এক নোটিশে এই তথ্য জানিয়েছেন।

নোটিশে বলা হয়, সভায় চলমান পরিস্থিতি পর্যালোচনা, আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ, কেন্দ্রীয় ও স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে।

সভায় কেন্দ্রীয় সমন্বয়ক কমিটির সবাইকে (১৫৮ জন) যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। একইসঙ্গে, চলমান পরিস্থিতির বিষয়ে প্রাসঙ্গিক প্রস্তাব বা মতামত সঙ্গে আনা এবং নির্ধারিত সময়ে উপস্থিতি থাকার জন্য বলা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ন্যায়ের পক্ষে এবং বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। সবার উপস্থিতি ও অংশগ্রহণ এ কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

কালের আলো/ডিএইচ/কেএ