আমিরের ‘বলে ক্লিন বোল্ড’ কোহলি

প্রকাশিতঃ 2:03 pm | October 05, 2017

শিরোনামে যে আমিরের কথা ভাবছেন তিনি পাকিস্তানের সেই বাঁ-হাতি পেসার মোহাম্মদ আমির নন। বলছি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান প্রসঙ্গে। এবার ভাবতে পারেন আমির খান তো অভিনেতা। তিনি তো ক্রিকেট খেলেন না। তাহলে বিরাট কোহলিকে বোল্ড করলেন কিভাবে? হুম, করেছেন বৈকি, তবে ক্রিকেটের বলে নয়, প্রশ্নের বলে।

আসুন তবে এবার খোলসা করেই বলি। ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার প্রেমের কাহিনি তো সবারই জানা। বর্তমানে তা একেবারে জমে ক্ষীর। কোনও রাখ-ঢাক নেই। সরাসরি নিজের প্রেমিকা প্রসঙ্গে খুল্লমখুল্লা বিরাট কোহলি।  রীতিমতো চালিয়ে ব্যাট করেছেন তিনি।  কিন্তু আমির খানও কম যান না। আনুশকার বয়ফ্রেন্ডকে হাতের কাছে পেয়ে ভালই প্যাঁচে ফেলেছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।

সম্প্রতি একটি টেলিভিশন শো-তে এক সঙ্গে শুটিং করেছেন আমির খান ও বিরাট কোহালি। দীপাবলি স্পেশ্যাল এই এপিসোডের শুটিংয়ে গিয়ে আমিরের ছোড়া বলে কার্যত ক্লিন বোল্ড ভারতীয় ক্রিকেট অধিনায়ক। কেন জানেন?  আমির কোহলিকে প্রশ্ন করেছিলেন  তাঁর ‘পিকে’ ছবির নায়িকা আনুশকা শর্মাকে নিয়ে। জানতে চেয়েছিলেন আনুশকার কোন জিনিসটা পছন্দ নয় বিরাটের?

প্রথমে লজ্জায় লাল হলেও জবাব দিয়েছেন ঠিকই। বলেছেন, ‘সব কিছুতেই আনুশকার ৫-৭ মিনিট দেরি করা মোটেই পছন্দ নয় আমার’। তবে তিনি প্রেমিকার প্রশংসাই করেছেন বেশি। জানিয়েছেন, ‘আনুশকা খুব সৎ এবং যত্নশীল। তার জন্যই আমি  আরও বড় মাপের মানুষ হয়ে উঠছি। ’