বিশ্বে ডলারের দাম বেড়ে ৬ মাসে সর্বোচ্চ
প্রকাশিতঃ 7:28 pm | November 13, 2024
আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
বিশ্বের অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে মার্কিন ডলারের দাম বুধবার বেড়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ হয়েছে। অন্যদিকে জাপানি ইয়েনের দাম কমে জুলাইয়ের পর সর্বনিম্ন হয়েছে।
মূলত ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডলারে দাম আরও বেড়েছে। চলতি বছরের মে মাসের পর মার্কিন মুদ্রাটির দাম বেড়ে সর্বোচ্চ হয়েছে।
বিনিয়োগকারীরা মনে করছেন, আসন্ন মার্কিন সরকার একদিকে যেমন ট্যাক্স হার কমাবে অন্যদিকে বাড়াবে বাণিজ্য শুল্ক। মূল্যস্ফীতি কমাতেও পদক্ষেপ নেবে নতুন প্রশাসন।
বার্কলেসের এফএক্স ও ইএম ম্যাক্রো কৌশলের প্রধান মিতুল কোটেচা বলেছেন, কংগ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণের পথে রিপাবলিকানরা। ফলে প্রেসিডেন্ট এজেন্ডা বাস্তবায়নে অধিকা ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
তাছাড়া যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে নজর থাকবে মূল্যস্ফীতির ওপর। কারণ অক্টোবরে দেশটির ভোক্তা মূল্যসূচক বাড়তে পারে শূন্য দশমিক ৩ শতাংশ। এর আগের মাসেও মূল্যসূচক বেড়েছে।
কালের আলো/এমএএইচ/ইউএইচ