মানসম্মত শিক্ষা নিশ্চিত করেছে ৪৪টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, আরও বেগবান করার বার্তা সিজিএস’র

প্রকাশিতঃ 10:24 pm | November 13, 2024

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

দেশের স্বনামধন্য ও সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় প্রথমেই উচ্চারিত হয় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর নাম। মানসম্মত শিক্ষা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এসব শিক্ষা প্রতিষ্ঠানসমূহ। শৃঙ্খলা আর নিয়মানুবর্তিতায় নিজেদের নিয়ে গেছে সাফল্যের মূল সোপানে। গৌরব ও গর্ব নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এসব শিক্ষাঙ্গন থেকে মেধার গরিমায় বিজয় বৈজয়ন্তী উড়িয়ে চলেছেন অদম্য মেধাবীরা। নিয়ম নিষ্ঠা আর অধ্যবসায়কে গুরুত্ব দিয়ে প্রতিনিয়ত আলোকিত মেধাবী উপহার দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত দেশের ৪৪টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। শুধু তাই নয়, গত বছর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ১৩০ শিক্ষার্থী সশস্ত্র বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদানের বিরল গৌরব অর্জন করেছে।

দীপ্তিময় এসব শিক্ষা প্রতিষ্ঠানসমূহ দেশের শিক্ষা ব্যবস্থায় অনুকরণীয় এক মাত্রা যোগ করেছে বলে মনে করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। বুধবার (১৩ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে ৪৪টি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এর কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভায় দিকনির্দেশনামূলক বক্তব্যে শিক্ষা বিস্তারে সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানসমূহের অবদানকে আরও গতিশীল ও বেগবান করার আহ্বান জানান তিনি।

জ্ঞানের অসীম দিগন্ত পাড়ি দেওয়ার লালিত স্বপ্নে বিভোর এসব প্রতিষ্ঠানসমূহের অধ্যক্ষদের নিজেদের প্রতিটি শিক্ষার্থীকে দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য নির্দেশনা প্রদান করেন লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। এদিন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজসমূহের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি হিসেবে প্রথমবারের মতো তিনি ৫৮তম সমন্বয় সভায় যোগদান করেন।

  • শৃঙ্খলা আর নিয়মানুবর্তিতায় সাফল্যের মূল সোপানে
  • প্রতিনিয়ত উপহার দিচ্ছে আলোকিত মেধাবী
  • শিক্ষা বিস্তারে সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠানসমূহের অবদানকে আরও গতিশীল করার আহ্বান

সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম শিক্ষার্থীদের আগামী দিনের সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা এবং তাদের সুষ্ঠু শারীরিক ও মানসিক বিকাশের জন্য একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক, সাহিত্য- সাংস্কৃতিক আয়োজনসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার ওপরও গুরুত্বারোপ করেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সভায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের নীতিনির্ধারণীসহ সার্বিক বিষয়সমূহ আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) নির্বাচিত হওয়ায় আদমজী ক্যান্টনমেন্ট কলেজকে সম্মাননা ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়াও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কলেজ) নির্বাচিত হওয়ায় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কর্নেল মো.মনিরুজ্জামান খানকে সম্মাননা ট্রফি ও সনদপত্র প্রদান করা হয়।

সমন্বয় সভায় প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন সেনাবাহিনী শিক্ষা পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শেখ মো. মহিউদ্দিন। এ সময় সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) শেখ জাহিদুল ইসলাম, আদমজি ক্যান্টনমেন্ট কলেজের প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ আহসানসহ বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএএএমকে