কালের আলোতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বিএমএমওএ

প্রকাশিতঃ 8:14 pm | November 14, 2024

কালের আলো ডেস্ক:

গত ২৫ অক্টোবর, ২০২৪ দেশের জনপ্রিয় অনলাইন গণমাধ্যম কালের আলো.কম এ ‘মেরিটাইম সেক্টরকে অস্থিতিশীল করতে স্বার্থান্বেষী মহলের অপতৎপরতা’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ)। গত বুধবার (১৩ নভেম্বর) তারিখে সংগঠনটির সভাপতি ক্যাপ্টেন মো.আনাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার মো. শাখাওয়াত হোসেন স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপি কালের আলো.কম কার্যালয়ে পাঠানো হয়। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এই প্রতিবাদ লিপিটি কালের আলো.কম কার্যালয়ে এসে পৌঁছে। প্রতিবাদ লিপিটির সঙ্গে কালের আলোতে প্রকাশিত সংবাদের প্রিন্ট কপি ও নৌসেক্টরে অব্যবস্থাপনা ও মেরিনারদের প্রতি বৈষম্য বিরোধী আন্দোলনের ৫ দফা দাবী সম্পর্কিত সংবাদ বিজ্ঞপ্তিও পাঠানো হয়।

প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, কালের আলোতে প্রকাশিত প্রতিবেদনটির তথ্য এবং মন্তব্যসমূহ বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের (বিএমএমওএ) মর্যাদা, পেশাদারিত্ব এবং সুনামের বিষয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে। প্রকাশিত প্রতিবেদনের তথ্যসমূহ বানোয়াট, ভিত্তিহীন ও মানহানিকর। বিএমএমওএ নিউজপোর্টালটিতে প্রকাশিত বিবৃতি, তথ্য এবং মন্তব্যের তীব্র বিরোধিতা করে এবং উদ্দেশ্যমূলকভাবে উদ্দেশ্যপ্রণোদিত প্রতিবেদনটি প্রত্যাখ্যান করছে। প্রতিবেদনটিতে সিডিসি সার্টিফিকেট, জন লাসনের সাথে যোগাযোগ, টেন্ডার, অফিসারদের অযাচিত প্রভাব, অর্থের জন্য পরিদর্শন সার্টিফিকেট প্রদান, জাহাজ পরিদর্শন সিন্ডিকেট, টোকেন ব্যবসা, দুটি জাহাজে সাম্প্রতিক অগ্নিসংযোগের কারণ ইত্যাদি সম্পর্কিত তথ্যের সূত্র প্রকাশিত হলেও সেগুলো স্পষ্টভাবে প্রকাশ করা হয়নি।’

কালের আলো/ওয়াইএ/এএইচ