‘৪৭ না হলে ৭১ হতো না, ৯০ না হলে ২০২৪ সালের ৫ আগস্টও হতো না’
প্রকাশিতঃ 8:35 pm | November 14, 2024
রংপুর প্রতিনিধি, কালের আলো:
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘অনেকেই অনেক ধরনের কথা বলবেন, তবে আমরা স্পষ্ট ভাষায় বলি, ১৯৪৭ না হলে ১৯৭১ হতো না, এবং ১৯৯০ না হলে ২০২৪ সালের ৫ আগস্টও সম্ভব হতো না। অতীতের শিক্ষা আমাদের সামনে এগিয়ে যেতে সাহায্য করবে, তবে অতীতকে ভুলে গেলে আবারও সেই অবস্থায় ফিরে যেতে হতে পারে।’
তিনি এসব কথা বলেন ১৪ নভেম্বর, বৃহস্পতিবার রংপুর জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায়। তিনি সভায় প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, ‘বিএনপি মানে জনগণ, জনগণের শক্তির ওপর ভিত্তি করেই আমাদের দল পরিচালিত হয়। শহীদ জিয়া যে সময় স্বাধীনতা ঘোষণা করেন, তখন তিনি একজন সিনিয়র মেজর ছিলেন। কিন্তু তিনি স্বাধীন বাংলাদেশে বৈষম্যের শিকার হয়েছেন, যা আমাদের জন্য এক কঠিন শিক্ষা।’
ডা. এ জেড এম জাহিদ হোসেন শহীদ জিয়ার নেতৃত্বের কথা তুলে ধরে বলেন, ‘৭ই নভেম্বর সিপাহী ও জনতা মিলে শহীদ জিয়াকে ক্ষমতায় বসিয়েছিল, তবে তিনি নিজে ক্ষমতায় অধিষ্ঠিত হননি। শহীদ জিয়ার ঐতিহাসিক বক্তব্য ছিল—’ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়’। বিএনপি জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করে।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে ক্ষমতা ও জনগণের মধ্যে একটি দূরত্ব তৈরি হয়েছে, এবং তাই দেশের উন্নয়নও সঠিকভাবে সম্ভব হচ্ছে না। সমাজে বিভাজন থাকলে কখনও এগোনো সম্ভব হয় না। সবাইকে এক করতে হবে, না হলে এক শ্রেণি এগিয়ে যাবে, আর অন্য শ্রেণি পিছিয়ে পড়বে।’
সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, ‘সংস্কার কখনো থেমে থাকে না। এক প্রজন্মের চাহিদা অন্য প্রজন্মের চাহিদা থেকে আলাদা হয়। জনগণের চাহিদার সঙ্গে মিল রেখে সংস্কার করতে হয়। এজন্য আমাদের দেশনায়ক তারেক রহমান ৩১ দফা দিয়েছেন, যেগুলোর ভিত্তিতে জনগণের কাছে যাচ্ছি এবং তাদের মতামত নিচ্ছি।’
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, এবং অধ্যাপক আমিনুল ইসলাম। সভাপতির বক্তব্য রাখেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সমাজ ও রাজনীতি বিশ্লেষক ড. আব্দুল্লাহ আল মামুন, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম সহ আরও অনেকে বক্তব্য রাখেন।
সভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব মো. আনিছুর রহমান লাকু এবং মহানগর বিএনপির সদস্য সচিব, এডভোকেট মাহফুজ উন নবী ডন।
এছাড়া, পুরো অনুষ্ঠানে বিএনপি এবং তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কালের আলো/ডিএইচ/কেএ