বিওএ’কে নতুন উচ্চতায় নিতে সেনাপ্রধানের মিশন শুরু, সাফজয়ীরা পাচ্ছেন এক কোটি টাকা পুরস্কার

প্রকাশিতঃ 8:17 pm | November 16, 2024

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ১৭তম সভাপতি নির্বাচিত হওয়ার পর অ্যাসোসিয়েশনটিকে নতুন উচ্চতায় নিতে মিশন শুরু করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। দায়িত্ব গ্রহণের ২৩ দিনের মাথায় শনিবার (১৬ নভেম্বর) তিনি বিওএ ভবনের বোর্ড রুমে নিজের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির প্রথম সভা করেছেন। সভায় নিজের স্বপ্ন, পরিকল্পনা ও লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। নিজেদের টিম স্পিরিটকে কাজিয়ে লাগিয়ে বিওএ’কে ঢেলে সাজিয়ে দেশের জন্য তিনি নিশ্চিত করতে চান অনন্য সম্মান। এছাড়া এই সভায় সদ্য সাফ চ্যাম্পিয়ন হওয়া নারী দলকে এক কোটি টাকা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। মাল্টি ডিসিপ্লিনের বাংলাদেশ গেমস প্রতিযোগিতা আগামী বছর আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম সভাতেই অলিম্পিক ভিলেজ ছাড়াও ফেডারেশন ও অনুশীলনের অবকাঠামোর বিষয়ে জোর দিয়েছেন বিওএ এর নতুন সভাপতি।

সূত্র জানায়, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) নিয়ে নতুন স্বপ্ন বুনেছেন নতুন এই সভাপতি। সংগঠনটির কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় সাফল্য নিশ্চিতে বিভিন্ন ছক কষেছেন, প্রদান করেছেন সুচিন্তিত দিকনির্দেশনা। নিজ নেতৃত্বাধীন অ্যাসোসিয়েশনের বর্ণাঢ্য পথযাত্রায় তিনি সংযোজন করতে চান নতুন প্রাণাবেগের। নতুন সভাপতিকে পেয়ে উচ্ছ্বসিত সংগঠনটির কর্মকর্তারাও। তারা বলছেন, পরিকল্পিত উদ্যোগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর দক্ষ ও গতিশীল নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাবে বিওএ।

এর আগে গত শুক্রবার (২৫ অক্টোবর) নির্বাচন কমিশনার মো. আমিনুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে জেনারেল ওয়াকার-উজ-জামানকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়। এর আগেই বিওএর সভাপতি পদ থেকে সরে দাঁড়ান সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) এস এম শফিউদ্দিন আহমেদ। তিনি মহাসচিব সৈয়দ শাহেদ রেজাকে চিঠি দিয়ে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন। এর পরপরই সভাপতির শূন্য পদে নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। নির্বাচনে খসড়া ভোটার ছিলেন ৭১ জন কাউন্সিলর। জাতীয় ক্রীড়া পরিষদ বিভিন্ন ফেডারেশন থেকে এঁদের বেশ কয়েকজনকে অব্যাহতি দেওয়ায় তাঁদের বাদ দিয়ে চূড়ান্ত ভোটার তালিকা দাঁড়ায় ৫২ জনের।

  • দেশের ক্রীড়াঙ্গনকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার প্রত্যয়
  • বাংলাদেশ গেমস প্রতিযোগিতা আগামী বছর আয়োজনের সিদ্ধান্ত
  • প্রয়োজনে নিজেদের অর্থায়নে অলিম্পিক ভিলেজ
  • ফেডারেশন ও অনুশীলনের অবকাঠামোর বিষয়ে জোর

দেশের ক্রীড়াঙ্গনকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার প্রত্যয়
জানা যায়, বিওএ এর সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পর শনিবার (১৬ নভেম্বর) বিওএ ভবনে আসেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এদিন তিনি নতুন কমিটির সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিওএকে নিয়ে নিজের সুদূরপ্রসারী পরিকল্পনার কথা জানান জেনারেল ওয়াকার। আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সেনাবাহিনী প্রধান তাঁর এই প্রথম সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। তিনি দেশের ক্রীড়াঙ্গনকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় বিওএ’র কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় চলতি বছরের গত সোমবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বিওএ এর কার্যনিবাহী কমিটির ০১/২০২৪ সভার কার্যবিবরণী অনুমোদন এবং সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

সূত্র জানায়, যুগোপযোগী চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) এগিয়ে নিতে দৃঢ় প্রত্যয়ী সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সমন্বিতভাবে নিজেদের দক্ষতাকে কাজে লাগাতে চান। আগের চেয়ে ভালো কিছু উপহার দিতে চান। বাস্তবিক স্বপ্ন, পরিকল্পনা ও লক্ষ্যই মোটা দাগে বাস্তবায়নের মাধ্যমে বিশ্ব পরিমন্ডলে লাল-সবুজের পতাকা গর্বের সঙ্গে উড়ানোর পদক্ষেপ বাস্তবায়ন করতে চান অলিম্পিক এসোসিয়েশনের চির স্বপ্নবাজ এই সভাপতি।

সাফজয়ীরা পাচ্ছেন এক কোটি টাকা পুরস্কার
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি নির্বাচিত হয়ে বিওএ ভবনে প্রথম সভায় গুরুত্বপূর্ণ এক সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এই সভায় সদ্য সাফ চ্যাম্পিয়ন হওয়া নারী দলকে এক কোটি টাকা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে বিওএ’র সহ-সভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন বলেন, ‘সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও সেনাবাহিনীর পক্ষ থেকে যৌথভাবে সংবর্ধনা প্রদান করা হবে। এক কোটি টাকা দেওয়া হবে নারী দলকে। যার জন্য কক্সবাজারে একটি অনুষ্ঠান আয়োজন হবে। কক্সবাজারে এই আয়োজনের দায়িত্ব নিয়েছেন আমাদের মাননীয় সভাপতি।’

এর আগেও ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনী নারী দলটি সাফ চ্যাম্পিয়ন হওয়ার পর আর্থিক পুরস্কার প্রদান করেছিল। সেনাবাহিনীর প্রধান বরাবরই বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করেন। এবার বিওএ এবং সেনাবাহিনী যৌথভাবে নারী চ্যাম্পিয়ন দলকে সংবর্ধনা দেবে। সাফ চ্যাম্পিয়ন হয়ে সাবিনা খাতুনরা ক’দিন আগে ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা পুরস্কার পেয়েছেন। এরপর সাউথ ইস্ট ব্যাংক থেকে পেয়েছেন আরেকটি সংবর্ধনা। বাফুফে দেড় কোটি ও বিসিবি ২০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছে তাদের জন্য।

আগামী বছর অনুষ্ঠিত হবে বাংলাদেশ গেমস
বাংলাদেশের অলিম্পিক হিসেবে খ্যাত বাংলাদেশ গেমস। মাল্টি ডিসিপ্লিনের এই প্রতিযোগিতা আগামী বছর আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন। বিওএ সভা শেষে সহ-সভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন গণমাধ্যমকে বলেন, ‘বিওএ আগামী বছর বাংলাদেশ গেমস আয়োজন করবে। সামনেই আমাদের একটি নির্বাহী কমিটির সভা হবে। সেই সভায় গেমস সংক্রান্ত আরো বিস্তারিত আলোচনা হবে।’ প্রসঙ্গত, ১৯৭৮ সালে শুরু হওয়া বাংলাদেশ গেমস ২০০২ সালের পর দীর্ঘদিন বন্ধ ছিল। ২০১৩ সাল থেকে পুনরায় আবার এই গেমস শুরু হয়েছে। ২০১৭ সাল থেকে যুবদের জন্য আলাদা গেমসও আয়োজন করছে বিওএ। দুই বছর অন্তর অন্তর যুব ও বাংলাদেশ গেমস আয়োজন করে আসছে। সেই অনুযায়ী ২০২৫ সালে বাংলাদেশ গেমস ও ২০২৬ যুব গেমস আয়োজনের আলোচনা হয়েছে শনিবারের (১৬ নভেম্বর) এই সভায়।

প্রয়োজনে নিজেদের অর্থায়নে অলিম্পিক ভিলেজ
বিওএ এর নতুন সভাপতির প্রথম সভায় অলিম্পিক ভিলেজ নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ জানান, ‘আমাদের নবনির্বাচিত সভাপতি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান খেলাধুলার প্রতি অত্যন্ত আন্তরিক। বাংলাদেশের খেলাধুলার মানোন্নয়নের জন্য অলিম্পিক ভিলেজ প্রয়োজন। বিওএ এই সংক্রান্ত একটি কমিটি করবে। ভিলেজের জন্য সরকারের সহায়তা চাইব না পেলে নিজেদের অর্থায়নে ভিলেজ করব।’

অলিম্পিক ভিলেজ ছাড়াও বিওএ নতুন সভাপতি ফেডারেশন ও অনুশীলনের অবকাঠামোর বিষয়ে জোর দিয়েছেন। এই বিষয়ে বিওএ সহ-সভাপতি বলেন, ‘আমাদের সভাপতি স্টেডিয়াম এলাকায় খেলাধুলা করেছেন। উনার সম্পুর্ন ধারণা রয়েছে। খেলোয়াড়দের সুন্দর পরিবেশ ও অনুশীলনের জায়গা দেয়া প্রয়োজন। ফেডারেশনগুলোর সমস্যা নিয়ে অলিম্পিক, জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয় বৈঠক করবে খেলার মানোন্নয়নের জন্য।’

কালের আলো/এমএএএমকে